এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ডোবার মালিক হয়ে বড় বড় কথা? মমতাকে সেরা জবাব দিলেন শুভেন্দু! উজ্জীবিত বিজেপি!

ডোবার মালিক হয়ে বড় বড় কথা? মমতাকে সেরা জবাব দিলেন শুভেন্দু! উজ্জীবিত বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তারা নাকি সর্বভারতীয় দল হয়েছে! মাঝে এই নিয়ে কতই না লাফালাফি করতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এখন আবার আঞ্চলিক দল হয়ে গুটিসুটি হয়ে বাংলার মধ্যেই আটকে থাকতে হয়েছে এই ঘাসফুলের নেতাদের। তবে আঞ্চলিক দল হয়েও সেই দলের সর্বভারতীয় নেতা-নেত্রীদের অভাব নেই। এমনই এক হাস্যকর দল এই তৃনমূল কংগ্রেস! যাই হোক, সেটা পরের ব্যাপার। বিরোধীদের এই বক্তব্য নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। কিন্তু এক দেশ এক ভোট নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবার চরম গাড্ডায় পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তো প্রতিমুহূর্তে শুভেন্দু অধিকারীর আক্রমণের মুখে পড়তে হয়। কিন্তু এবার সেই তৃণমূল নেত্রীকে এই “এক দেশ এক ভোট” এর বিরোধিতা করার জন্য এমন এক আক্রমণ করে বসলেন শুভেন্দুবাবু, যা শুনে হাসি চেপে রাখতে পারছে না বিরোধী শিবির। কিন্তু কি এমন বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা?

প্রসঙ্গত, এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে “এক দেশ এক ভোট” নীতি নিয়ে প্রবল বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গেই শুভেন্দু বাবুকে প্রশ্ন করা হয়। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “উনি একটা ছোট্ট ডোবার মালিক। ওনাকে সমুদ্র নিয়ে ভাবতে হবে না। সেই ডোবাটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ওনার সমুদ্র নিয়ে ভাবার কোনো কারণ নেই।” একাংশ বলছেন, মোক্ষম জবাব কোথায় একেই বলে। একদম উচিত মত মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন একটা ভাব তৃণমূলের নেতারা দেখান যেন তারা গোটা দেশ চালাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গ চালাতে গিয়ে যাদের নাভিশ্বাস উঠছে, যারা বাংলাকে নিরাপত্তাটুকু দিতে পারে না, তারা আবার আঞ্চলিক দলের সর্বভারতীয় নেতা-নেত্রী হয়ে উঠেছেন! এখন নিজেরাই নিজেদের গুরুত্ব বাড়িয়ে এক দেশ এক ভোট নিয়ে বড় বড় কথা বলছেন। কিন্তু এসব নিয়ে যে কেউ তাদের গুরুত্ব দেয় না, সেটাই হয়ত ভুলে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। তাই তাকে সেটা মনে করিয়ে দিয়ে ডোবার সঙ্গে এই রাজ্যের শাসক দলকে সমান আসনে বসিয়ে দিলেন শুভেন্দুবাবু।

ইতিমধ্যে গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপিও। তাদের দাবি, “এক দেশ এক ভোট” নিয়ে ভাবার মত অনেকে আছে। মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে বেশি কথা বলতে হবে না। তিনি অন্তত বাংলাকে ঠিক করুন। দেশ নিয়ে চিন্তা করার জন্য আর যাই হোক, তার মত নেত্রীর কোনো প্রয়োজন নেই। আসলে সবদিক থেকে প্রচার পাওয়ার রাস্তা বন্ধ বুঝেই মুখ্যমন্ত্রী এখন এই সমস্ত কথা বলছেন। এসব অনেকটা গায়ে মানে না আপনি মোড়লের মত বলেই দাবি গেরুয়া শিবিরের।পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভুলভাল কথা এবং প্রচার পেতে ভিত্তিহীন বক্তব্য নিয়ে যদি কেউ তাকে পাল্টা অ্যাটাক করতে পারে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। সত্যিই তো তাই! কি দরকার এক দেশ এক ভোট নিয়ে তৃণমূলের এত চিন্তা করার? একটি আঞ্চলিক দলকে কে গুরুত্ব দেয়! দেশের রাজনীতিতে তাদের কি অবদান রয়েছে যে, মতামত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়! সে যে কেউ মতামত দিতেই পারে। কিন্তু তার মতামত গ্রহণযোগ্য হচ্ছে কিনা, সেটা দেখেই একজন রাজনৈতিক নেতার প্রতিক্রিয়া দেওয়া উচিত। কিন্তু সেসবের কোনো তোয়াক্কা না করেই মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করছেন। তবে তার এসবে কেউ যে গুরুত্ব দিচ্ছে না, সেটা স্পষ্ট হয়ে গেল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!