এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > দল বিরোধী কাজের অভিযোগ, অজন্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি সূর্যর!

দল বিরোধী কাজের অভিযোগ, অজন্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি সূর্যর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  যে তৃণমূলের সঙ্গে তাদের আদায়-কাঁচকলায় সম্পর্ক, সেই তৃণমূলের মুখপত্রে বঙ্গ রাজনীতিতে নারী শক্তির উত্থান নিয়ে একটি নিবন্ধ লিখেছিলেন হেভিওয়েট সিপিএম নেতা প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। যে অনিল বিশ্বাস দল অন্তপ্রাণ ছিলেন, তার কন্যা তৃণমূলের মুখপত্রে কলম ধরার কারণে যথেষ্ট চাপের মুখে পড়ে গিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। এমনিতেই বামেরা শুন্য হয়ে গিয়েছে। তার মধ্যে তাদের দলের এক সময়কার দোর্দণ্ডপ্রতাপ নেতার কন্যা তৃণমূলের মুখপত্রে কলম ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, তাতে সিপিএম আরও চাপের মুখে পড়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে দলের অন্দরে দাবি উঠেছিল, অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক। তবে সেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল মতান্তর।

আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের মুখপত্রে কলম ধরা সেই অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করা হবে, তা বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে দলীয় শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করলেন তিনি।সূত্রের খবর, এদিন অজন্তা বিশ্বাসের তৃণমূলের মুখপত্রে কলম ধরা নিয়ে বিবৃতি দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি বলেন, “বিষয়টি আমরা শুনেছি। অজন্তা যা করেছেন, তা কোনোভাবেই ছোট করে দেখা যায় না। অজন্তা একটি ইউনিটের সদস্য। যা পদক্ষেপ করার আগে ইউনিট করবে। তারপরে কলকাতা জেলা কমিটি রয়েছে। তারপরে আমরা। ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তবে উনি যা করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অজন্তা বিশ্বাস অনিল বিশ্বাসের কন্যা বলে তার এই ধরণের কাজের জন্য যে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, তা বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অনেকে বলছেন, অজন্তা বিশ্বাস সেভাবে দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু তিনি অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সেই বাম মতাদর্শের সঙ্গেই জড়িত। তাই বর্তমান পরিস্থিতিতে বামেরা যখন কার্যত শূন্য হয়ে গিয়েছে, তখন তৃণমূলের মুখপত্রে সেই অজন্তা বিশ্বাসের লেখা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা সিপিএমকে যথেষ্ট ব্যাকফুটে ফেলে দিয়েছে। তাই এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে সেই অজন্তা বিশ্বাসের কাজে যে দল খুব একটা খুশি নয়, তা বুঝিয়ে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক।

ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদকের এই মন্তব্যে নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছে। অজন্তা বিশ্বাসের এই ধরনের কাজের জন্য তাহলে সিপিএম কি পদক্ষেপ গ্রহণ করবে? তাহলে তাকে কি দলের পক্ষ থেকে শোকজ করা হবে, নাকি নেওয়া হবে অন্য কোনো শাস্তিমূলক পদক্ষেপ? একাংশ বলছেন, সিপিএম শূন্য হয়ে যাওয়ার পর দলের অনেক নেতা প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন, যা অস্বস্তিতে ফেলে দিয়েছে দলীয় নেতৃত্বকে। তাই অজন্তা বিশ্বাসের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করে সিপিএম নেতৃত্ব অন্যান্য নেতা-নেত্রীদের বার্তা দিতে চাইছে। এক্ষেত্রে দলের ঊর্ধ্বে উঠে কেউ কোনো কাজ করলে যে কোনভাবেই তাকে মান্যতা দেবে না দল এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, তা অজন্তা বিশ্বাসের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই অন্যান্যদের বার্তা দেওয়ার পথে হাঁটার চেষ্টা করবে আলিমুদ্দিন স্ট্রিট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত অজন্তাদেবীর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে সিপিএম, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!