এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের নেতাদের একাংশই ষড়যন্ত্র করছে – নার্কো টেস্ট করা হোক – বিস্ফোরক তৃণমূলের পদাধিকারী

দলের নেতাদের একাংশই ষড়যন্ত্র করছে – নার্কো টেস্ট করা হোক – বিস্ফোরক তৃণমূলের পদাধিকারী

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল শাসকদল তৃণমূলকে উত্তরবঙ্গের প্রায় সবকটি লোকসভা আসন দখল করে শাসকদলকে মাত করে দেয় বিজেপি। মালদা জেলাতে শুন্য হাতে ফিরতে হয় শাসকদলকে। আবার গত লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শাসকদল তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ছে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলাতে দেখা গেছে গোষ্ঠীদন্দ্ব।

কোচবিহার জেলাতে দলের নতুন কমিটি গঠনের পর জেলার জনৈক তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে নিষ্কৃতি নিলেন। মালদহ জেলা তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীদের মধ্যেও মতান্তর, চাপা অসন্তোষের অভিযোগ উঠেছে। কিন্তু মালদহ জেলাতে তৃণমূল দলের কর্মী-সমর্থকদের সংখ্যা কিন্তু মোটেই কম নেই। জেলার সংগঠনও যে নড়বড়ে হয়ে পড়েছে তেমনটাও নয়। এই পরিস্থিতে মালদহ জেলার তৃণমূল দলের কর্মী সভায় দলের নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষকে।

গতকাল রবিবার পুরাতন মালদহ জেলার জলঙ্গা মাঠে মালদা বিধানসভার জন্য এক বিশেষ কর্মীসভার আয়োজন করেছিল শাসকদল তৃণমূল। গতকালের এই সভামঞ্চ থেকে দলের একাংশ নেতাকর্মীকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন যে, দলের মধ্যে কিছু নেতা ষড়যন্ত্র করে দলকে বিপদে ফেলছে। এ কারণেই তৃণমূল দলের বহু সদস্য থাকার পরও, মিছিলে এত সংখ্যক লোক হওয়ার পরেও, নির্বাচনে আশানুরূপ সাফল্য আসছে না। এরপরেই তিনি দলে থাকা বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে আগামী দিনে তৃণমূলের সমস্ত নেতাকে নার্কো টেস্ট করার নিদান দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকালের এই কর্মীসভায় দলে থাকা একশ্রেণীর দল বিরোধী নেতাদের বিরুদ্ধে তীব্র ভাবে সরব হলেন মালদহ জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুর। এ প্রসঙ্গে তিনি জানান যে, সকলের উপর নজর রাখছে দল। যারা দলের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে সঠিক সময়ে উপযুক্ত শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি আশ্বাস দিলেন।

এভাবে গতকাল তৃণমূল দলের একাংশের বিরুদ্ধে তীব্র ভাবে প্রতিবাদ জানালেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুর ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। তাঁদের অভিযোগ তৃণমূলের সেইসমস্ত নেতাদের বিরুদ্ধে, যারা ক্রমাগত দলের বিরুদ্ধে তাদের ক্রিয়া-কলাপ চালাচ্ছে। ষড়যন্ত্রকারী এই তৃণমূল নেতাদের ক্রিয়া-কলাপ এর ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দল। এ কারণে নির্বাচনে উপযুক্ত সাফল্য আসছে না।

তবে, গতকালের এই কর্মীসভায় তৃণমূল দলের একাংশের বিরুদ্ধে এভাবে তৃণমূল দলের হেভিয়েটদের সরব হবার ঘটনাকে যথেষ্টভাবে কটাক্ষ করেছে বিরোধী শিবির। বিজেপির পক্ষ থেকে জানানো হলো, তৃণমূলের নেতা নেত্রীরা নিজেরাই নিজেদেরকে বিশ্বাস করছে না এখন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খবর বারবার প্রকাশ্যে চলে আসছে। এই আবহে মালদা জেলায় দলের বিক্ষুব্ধ সদস্যদের বিশেষ সতর্ক বার্তা দিলেন দলের জেলা সভাপতি ও সম্পাদক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!