এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের নীচুতলায় কোনও আদর্শ-নিয়ম কাজ করে না! বিস্ফোরক অভিযোগে দল ছাড়লেন প্রভাবশালী তৃণমূল নেতা

দলের নীচুতলায় কোনও আদর্শ-নিয়ম কাজ করে না! বিস্ফোরক অভিযোগে দল ছাড়লেন প্রভাবশালী তৃণমূল নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলার রাজনৈতিক মহলে ততই টানাপোড়েন শুরু হচ্ছে বলে মত বিশেষজ্ঞমহলের। লোকসভা নির্বাচনের প্রাক্কালে যেভাবে দলবদল শুরু হয়েছিল, এবার 2021 এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও পশ্চিমবঙ্গ রাজনৈতিক মহলে একই ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে বাংলার রাজনীতি জমে উঠেছে দল ভাঙানোর স্নায়ুযুদ্ধে। মনে করা হচ্ছে, রাজ্যের শাসক শিবিরকে চাপে ফেলতেই বিভিন্ন সময় রাজ্যের বিরোধী শিবিরগুলি ঘাসফুল শিবিরে আঘাত হানছে।

তবে এই আঘাত পরিপূর্ণ হচ্ছে তখনই, যখন শাসক শিবিরের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন অন্যান্য দলে। উল্লেখযোগ্য, এবার শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত মেদিনীপুরে ঘাসফুল শিবিরের দুর্গে ভাঙন ধরাল গেরুয়া শিবির। 2019 এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে জঙ্গলমহলে সংগঠন মজবুত করে তুলেছিল গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই সংগঠনকে আরো শক্তিশালী করে তোলার লক্ষ্যে বিজেপি শিবির থেকে এই জোরদার ধাক্কা শাসক শিবিরকে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি সেখানে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ শতাধিক নেতা কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। আর সেই দলে রয়েছেন শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর ২ অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রধান কমলকৃষ্ণ মান্না। সম্প্রতি তিনি শতাধিক দলীয় কর্মী, সমর্থক, অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে। তমলুক বিজেপি সভাপতি নবারুণ নায়েক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন বলে সূত্রের খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে প্রাক্তন তৃণমূল কংগ্রেস প্রধান কমল কৃষ্ণ মান্না এরপরেই পুরনো দল নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন বলে জানা গেছে। তাঁর মতে বর্তমানে তৃণমূল দলের নিচু শিবিরে কোনরকম আদর্শ বা নিয়ম মেনে কাজ করা হয় না। এই অভিযোগ তিনি তুলতেই তাঁকে জোর করে দল ছাড়তে বাধ্য করা হয় বলে জানান তিনি। অন্যদিকে প্রাক্তন তৃণমূল প্রধান কমল কৃষ্ণ মান্নার এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব শিলাদিত্য আদক। তাঁর কথায়, কমল কৃষ্ণ মান্না যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ তিনি কোনওদিনই দলের কোন কাজে জড়িত ছিলেননা।

তাই দলবদল করে অন্য শিবিরে যাওয়া সম্পূর্ণ তাঁর নিজস্ব চিন্তাভাবনা। এমনকি শিলাদিত্য এও বলেন, কমল কৃষ্ণ মান্নার দল ছেড়ে চলে যাওয়ায় দলের ওপর তার কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, পূর্ব মেদিনীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেই ঘাঁটিতে যেভাবে বিজেপি ভাঙন ধরাচ্ছে, তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের শাসকদলের ঘরে ভাঙন লাগা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর সমালোচনা। আপাতত এই ভাঙ্গন পরিস্থিতি সামলাতে শাসকদল তাঁদের সাংগঠনিক ভিত কিভাবে প্রস্তুত করেন অথবা বিজেপি শিবিরকে মাত দেওয়ার জন্য তাঁদের কাছে অন্য কোন অস্ত্র আছে কিনা, সেদিকে এবার লক্ষ্য থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!