এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “দমদম মানেই দাওয়াই” ভোটের আগেই চরম হুংকার মদনের! সোচ্চার বিরোধীরা!

“দমদম মানেই দাওয়াই” ভোটের আগেই চরম হুংকার মদনের! সোচ্চার বিরোধীরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাত পোহালেই গোটা দেশে সপ্তম দফার ভোট। বাংলাতেও নয়টি কেন্দ্রে রয়েছে এই নির্বাচন। আর তার আগেই চড়ছে রাজনৈতিক পারদ। আর এবার দমদম মানেই দাওয়াই বলে ভোটের আগে রীতিমত হুংকারের শোনা গেল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যেখানে তিনি বলেন, “আমি ধোলাইয়ের কথা বলব না। কিন্তু আমি বলব, দমদম মানেই দাওয়াই। কি দাওয়াই দিতে হবে, কি মিক্সচার দিতে হবে, সেটা সবাই জানে।” আর এখানেই সোচ্চার হয়েছে বিরোধীরা। তারা বলছেন, ভোটের আগে এই ধরনের কথা বলে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন মদন মিত্র। এবারের নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই এমন কিছু কথা বলে মানুষকে যাতে ভয় দেখানো যায়, তার শেষ চেষ্টা করে আসন ধরে রাখার জন্য মরিয়া মদনবাবুরা বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!