এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্ঘটনায় আহতদের পাশে থাকতে বালেশ্বরে শুভেন্দু, জেনে নিন!

দুর্ঘটনায় আহতদের পাশে থাকতে বালেশ্বরে শুভেন্দু, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। আহত হয়েছেন প্রায় হাজারের উপর মানুষ। যেখানে বাংলার একাধিক সাধারণ মানুষ রয়েছেন বলে খবর। ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে ওড়িশার একাধিক হাসপাতালে। এমতাবস্থায় সেই সমস্ত আহত মানুষদের পাশে দাঁড়াতে বালেশ্বরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 

প্রসঙ্গত, রবিবার ওড়িশার বালেশ্বরে পৌঁছে যান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। জানা গিয়েছে, প্রথমেই শুভেন্দু অধিকারী বালেশ্বরের মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সাক্ষাৎ করেছেন আহত ব্যক্তিদের সঙ্গে‌। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বলা বাহুল্য, করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন আরও বেশি মানুষ। তবে এই এক্সপ্রেসে বেশি ছিলেন বাংলার যাত্রীরা। ফলে সেই সমস্ত আহত ব্যক্তিদের পাশে দাঁড়াতেই ওড়িশার বালেশ্বরে গিয়ে সহমর্মিতার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!