এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “এক টাকাও ভাড়া বৃদ্ধি হয়নি” রেল নিয়ে বড় দাবি মমতার!

“এক টাকাও ভাড়া বৃদ্ধি হয়নি” রেল নিয়ে বড় দাবি মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। কেন্দ্রীয় সরকার যখন উদ্ধারকার্যে নেমে পড়েছে, তখন বিরোধী দলগুলোর পক্ষ থেকে তোলা হচ্ছে নানা রাজনৈতিক প্রশ্ন। যাকে কার্যত দুর্ভাগ্যজনক বলেই আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে তিনি রেলমন্ত্রী থাকার সময় এক টাকাও ভাড়া বৃদ্ধি হয়নি বলে দাবি করে বসলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “আমার সময় আমি 15 টাকায় মান্থলি করেছিলাম। আমি এক টাকাও রেলের ভাড়া বাড়াইনি। কিন্তু বিজেপি সরকার প্রতিবছর রেলের ভাড়া বাড়িয়েই চলেছে। আমি বদলার কথা বলি না, বদলের কথা বলি।”

তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবি করলেও তাকে কটাক্ষ করছে বিরোধী শিবির। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রেলের পরিকাঠামো গত একাধিক ত্রুটি সামনে এসেছে। তিনি হয়তো একের পর এক রেল উদ্বোধন করে দিয়েছেন, তিনি হয়তো ভাড়া বৃদ্ধি করেননি। কিন্তু তার ফলেই পঙ্গু হয়ে গিয়েছে ভারতীয় রেল। ফলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় এইসব দাবি করলেও তার সময়েই ভারতীয় রেলের অচলাবস্থা তৈরি হয়েছে বলে দাবি বিজেপি ঘনিষ্ঠদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!