এখন পড়ছেন
হোম > রাজ্য > কোনো সন্ধি সমঝোতা নয়, ভারতী ঘোষের উপর নতুন নতুন ধারা যোগ করেই চলেছে সিআইডি

কোনো সন্ধি সমঝোতা নয়, ভারতী ঘোষের উপর নতুন নতুন ধারা যোগ করেই চলেছে সিআইডি


গুজব ছড়িয়েছিলো যে ভারতী ঘোষের সাথে রাজ্য সরকারের সমঝোতা হয়ে গেছে তাই ভারতী ঘোষ ইস্যু আপাতত চাপা পরে গেছে। কিন্তু সে জল্পনার আবাসন ঘটিয়ে পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের ওপর যুক্ত হলো আরো একটি নতুন ধারা। জানা গেছে এদিন সিআইডি ভারতী ঘোষ সহ তাঁর ঘনিষ্ঠ তিন পুলিশ অফিসার রাজশেখর পাইন, সুজিত মন্ডল ও চিরঞ্জিত ঘোষের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা যুক্ত করলো। এই চার জনের বিরুদ্ধে প্রায় ৪৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ জানায় উত্তর ২৪ পরগনার এক ফল ব্যবসায়ী ইউনুস আলি মন্ডল। মেদিনীপুরের মূখ্য বিচার বিভাগীয় আদালতে এদিন তাঁদের বিরুদ্ধে এই ধারা যুক্ত করার আবেদন জানায় সিআইডি। ভারতী ঘোষের আয়ের তুলনায় সম্পত্তির পরিমান অনেকটাই বেশি বলে এই ধারা যুক্ত করা হয়েছে বলে সিআইডি সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে ভারতী ঘোষের আইনজীবী পিনাকী ভট্টাচার্য জানান, ”আমার মক্কেল তাঁর সম্পত্তির বিষয়ে রাজ্য সরকার এবং আয়কর দফতরে হলফানামা দিয়েছেন। তাই ওই ধারায় মামলা করলেও কোনও অসুবিধা নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!