এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার ‘বেসুরো’ হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

এবার ‘বেসুরো’ হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে তৃণমূল শিবির অনেকটা তাসের ঘরের মতো হয়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাসের ঘর যে রকম এক পলকে ভেঙে পড়ে, ঠিক সেরকমই তৃণমূল শিবির এই মুহূর্তে ভেঙে পড়ছে একটু একটু করে। রাজ্যের একের পর এক তৃণমূল নেতা ইতিমধ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। আর এবার সেই তালিকায় যোগ হলেন হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাণী সিংহ রায়। তৃণমূল থেকে ছোট বড় নেতারা বিদ্রোহ করলেও তাঁরা বিশেষ নজরে পড়েননি। বরং শুভেন্দু অধিকারী দলের বিরুদ্ধে মুখ খোলায় উথালপাতাল হয়ে যায় রাজ্য রাজনীতিতে। অন্যদিকে শুভেন্দু অধিকারী দলের সাথে দূরত্ব বাড়ালে দেখা যাচ্ছে, তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়।

আর এবার শুভেন্দু অধিকারীকে সমর্থন করে সারা জীবন তাঁর পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাণী সিংহ রায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা রাজ্যের শাসক দলকে আবারও অস্বস্তির মুখে ঠেলে দিয়েছে। হাওড়া জেলার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত বাণী সিংহ রায়। তাই তাঁর মন্তব্য এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমে বর্ষীয়ান তৃণমূল নেতা বাণী সিংহ রায় জানিয়েছেন, তৃণমূল যে নীতি আদর্শের কথা বলে এসেছে এতদিন, সেই নীতি আদর্শ থেকে দল ক্রমশ সরে যাচ্ছে। এ প্রসঙ্গে বাণী সিংহ রায় চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, যারা আত্মত্যাগ করছেন, তাঁরা আদতে কিছুই পায়নি তৃণমূলে।

এমনকি মন্ত্রীদেরও কাজ করতে দেওয়া হয়না সাবলীলভাবে বলে তিনি অভিযোগ করেছেন। রাজনৈতিক মহলেও এদিন বাণী সিংহ রায়ের অভিযোগ ঘিরে ঝড় ওঠে। এদিন বাণীবাবু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখে বলতে শুরু করেন, মুখ্যমন্ত্রী যেখানে তরুণ প্রজন্মের কথা বলেন সেই তরুণ প্রজন্মের জনক শুভেন্দু, রাজীব সহ আরো অনেক মন্ত্রী কাজ করতে পারছেন না। এ প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল নেতা প্রশ্ন রাখেন সর্বসম্মক্ষে কেন এরকম হল? শুভেন্দু অধিকারী কেন দল থেকে চলে যাচ্ছে? পাশাপাশি রাজ্যের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরকে নিয়েও তিনি ক্ষোভ উগরে দেন। রীতিমতো কটাক্ষ করে বলেন, বাংলার ভূগোল না জানা সত্ত্বেও রাজ্যের দায়িত্বে এসেছেন পিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী সম্প্রতি বাণী সিংহ রায়ের বাড়িতে গিয়েছিলেন তাঁর আশীর্বাদ চাইতে। বাণীবাবু সে সময় শুভেন্দুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একথা তিনি সামনেই জানিয়ে বলেন, শুভেন্দুকে তিনি সম্পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর পরিচিত মানুষদের তিনি শুভেন্দু অধিকারীকে সমর্থন করার কথা বলবেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে গেলেও কি সমর্থন থাকবে এ প্রশ্ন যখন ওঠে, তখন অবশ্য বাণীবাবু কিছুটা অস্বস্তিতে পড়ে যান। তিনি বলেন, শুভেন্দু অধিকারী ভুল সিদ্ধান্ত নেবেন না।

এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের অন্যতম নেতা অরূপ রায়ের সঙ্গে কথা হলে তিনি জানান, রাজ্যের সিনিয়র নেতা হলেন বাণী সিংহ রায়। কোথাও একটা সমস্যা হয়েছে এবং এ ব্যাপারে তিনি বাণী সিংহ রায়ের সঙ্গে কথা বলে সমস্যা মেটাবেন। তবে রাজনৈতিক কারবারিদের কথায়, সমস্যা খুব একটা ছোট নয় বরং দিনদিন তার পরিধি বাড়ছে। একের পর এক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক যেভাবে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন তা কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে পরিপ্রেক্ষিতে তৃণমূল শিবিরকে ফেলতে চলেছে ব্যাপক বিপর্যয়ের মুখে। একুশের বিধানসভা নির্বাচনে যেখানে হাড্ডাহাড্ডি লড়াই এর সূচনা হয়ে গেছে, সেখানে তৃণমূলে দলীয় স্তরে বেসুরো নেতাদের কারণে একের পর এক হার্ডেল তৈরি হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!