এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > IPL শুরু হতেই তীব্র বিতর্কের রেশ! নাম জড়ালো পন্টিং, ধোনি থেকে অশ্বিনের! জানুন বিস্তারিত

IPL শুরু হতেই তীব্র বিতর্কের রেশ! নাম জড়ালো পন্টিং, ধোনি থেকে অশ্বিনের! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার আইপিএলের ময়দানে নতুন বিতর্ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার যিনি বর্তমানে দিল্লি ক্যাপিটালস এর কোচ অর্থাৎ রিকি পন্টিংকে রীতিমত ট্রোল করা হল সোশ্যাল মিডিয়ায়। এবং এর পেছনে রয়েছে আইসল্যান্ড ক্রিকেট। ক্রিকেটের ময়দানে মানকাড বিতর্ক নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। ক্রিকেটের স্পিরিটকে ধরে রাখাই আসল বলে মনে করেন অনেকেই। কিন্তু মানকাড সেই স্পিরিটকে নষ্ট করে বলে দাবি ময়দানের অনেকেরই।

রিকি পন্টিংকে নিয়ে বিতর্কেরও সূত্রপাত সেই মানকাড নিয়েই। গত মরসুমে আইপিএলের ময়দানে জোস বাটলারকে রবিচন্দ্রন অশ্বিন আউট করেন মানকড পদ্ধতিতে। এবং তা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। কিন্তু এবার আইপিএলে সুযোগ পেয়েও অশ্বিন মানকড পদ্ধতিতে আউট করার সুযোগ পেয়েও আউট করেন না ফিঞ্চকে। এদিন অশ্বিন নিজেই তাঁর টুইটার পোস্টে একথা লিখে জানিয়ে দেন, এটাই তাঁর প্রথম ও শেষ ওয়ার্নিং। অর্থাৎ অশ্বিন ইঙ্গিত করেছেন, এরপর থেকে তিনি মানকাড পদ্ধতিতে আউট করতে দ্বিধা করবেন না। অন্যদিকে অশ্বিনের কোচ রিকি পন্টিং কিন্তু মানকাড বিতর্কের সূত্রে জানিয়েছিলেন আগেই, মানকাড সহজ-সরল নিয়ম হলেও ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বরং ব্যাটসম্যানরা যাতে অতিরিক্ত সুবিধা না পায়, সেদিকে নজর দেওয়া উচিত। রিকি পন্টিংয়ের এই রক্ষণশীলতাকেই কটাক্ষ করেছে আইসল্যান্ড ক্রিকেট। তাঁরা পন্টিংকে নিয়ে ট্রোল করে একটি ছবি শেয়ার করে। সেই ছবিতে দেখা যাচ্ছে, আরসিবি বনাম সিএসকে ম্যাচে এবি ডিভিলিয়ার্সকে স্ট্যাম্প আউট করছেন ধোনি। এবং এই ছবিটি দিয়ে নিচে ক্যাপশনে লেখা ‘ধোনির মোটেই এমনটা করা উচিত হয়নি। বারবারই ও এমনটা করে থাকেন। ব্যাটসম্যান সামান্য ক্রিজের বাইরে বেরিয়েছিলেন। যদিও উদ্দেশ্য সেরকম ছিল না। তবে ধোনির উচিত ছিল ব্যাটসম্যানকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া। – রিকি পন্টিং।’

যদিও রিকি পন্টিংয়ের বয়ানে এ কথা বলা হলেও তিনি আদৌ একথা বলেননি। বরঞ্চ বয়ানটি আইসল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে শ্লেষ্মাত্মক ভঙ্গিতে ট্রোল করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই ট্রোল নিয়ে অবশ্য ইতিমধ্যেই সরগরম ক্রিকেটমহল। বাইশ গজের পিচে মানকাড পদ্ধতিতে আউট হওয়া নিয়ে রিকি পন্টিং যেখানে আপত্তি জানিয়েছেন, ঠিক সেখানেই তার দলের অন্যান্য ক্রিকেটাররা কিন্তু মানকাডের পক্ষে। আপাতত মানকাড নিয়ে কোচ এবং প্লেয়ারদের মতামত আইপিএলের পরবর্তী ম্যাচে কোন প্রভাব ফেলে কিনা সে দিকেই নজর থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!