এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু অধিকারীর পদক্ষেপে দলের মধ্যেই বাড়ছে ক্ষোভ? চওড়া হচ্ছে বিভাজনের ফাটল? দলের অন্দরে বাড়ছে জল্পনা

শুভেন্দু অধিকারীর পদক্ষেপে দলের মধ্যেই বাড়ছে ক্ষোভ? চওড়া হচ্ছে বিভাজনের ফাটল? দলের অন্দরে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে বড় দায়িত্ব পাবেন বলে জল্পনা চলছিল। কিন্তু সাংগঠনিক বৈঠকের পর দায়িত্ব পাওয়া তো দূর অস্ত, উল্টে যে সমস্ত জেলায় তিনি দায়িত্বে ছিলেন, সেই সমস্ত জেলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে চরম অপমানিত বোধ করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে সাম্প্রতিককালে দল এবং সরকারের সঙ্গে ক্রমশ দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছিল সেই শুভেন্দুবাবুকে।

শুধু দূরত্ব বজায় রাখা নয়, নন্দীগ্রামে একটি দলহীন কর্মসূচিতে যোগ দিয়ে তার কিছু মন্তব্য নিঃসন্দেহে আলোড়ন ফেলে দিয়েছিল শাসকদলের অন্দরমহলে। যেখানে অরাজনৈতিক বিজয়া সম্মেলনে যোগ দিয়ে “প্যারাসুটেও উঠিনি এবং লিফটেও নামেনি” বলে মন্তব্য করেছিলেন শুভেন্দুবাবু। স্বাভাবিকভাবেই রাজ্যের পরিবহনমন্ত্রী কার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল গোটা রাজ্যজুড়ে। যে শুভেন্দু অধিকারী তৃণমূলের শীর্ষ নেতা এবং দল অন্তপ্রাণ বলে পরিচিত, সেই শুভেন্দু অধিকারীর বর্তমানে একের পর এক মন্তব্য নিঃসন্দেহে চাঞ্চল্যের সৃষ্টি করছে।

জানা গেছে, শনিবার নন্দীগ্রামে অরাজনৈতিক মঞ্চে নিজের রাজনৈতিক জীবনের উত্থানের কথা বলতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের পরিবহনমন্ত্রী। যেখানে তিনি বলেন, “প্যারাসুটেও উঠিনি, লিফটেও নামিনি । সিঁড়ি ভাঙতে ভাঙতে   উঠেছি। সুতরাং আমাকে এগুলো বলে কোনো লাভ হবে না। ছোট লোককে দিয়ে মন্তব্য করিয়ে ভাবছে আমি উত্তর দেব। আমার লেভেলটা ওই নাকি ! কুকুর কামড়ালে মানুষ কি কখনও কুকুরকে কামড়ায়!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই দলের কোনো হেভিওয়েট নেতার উদ্দেশ্যেই শুভেন্দু অধিকারী যে এই মন্তব্য করেছেন, তা বুঝতে বাকি নেই সমালোচক মহলের একাংশের। স্বাভাবিকভাবেই রাজ্যের পরিবহন মন্ত্রীর এই ধরনের মন্তব্য নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। তাহলে কি দলের সঙ্গে সুসম্পর্ক ফুরিয়ে এল শুভেন্দু অধিকারীর? আর তাই প্রকাশ্যে দলহীন কর্মসূচিতে উপস্থিত থেকে দলের কারও উদ্দেশ্যে নাম না করে পরোক্ষে তাকে খোঁচা দিলেন নন্দীগ্রামের ভূমিপুত্র!

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা সরব হয়েছেন তার বিরোধী গোষ্ঠীর নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি। এদিন তিনি বলেন, “রাজ্য সরকার ও দলের পদে থেকে উনি সরকারের সমালোচনা করছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মন্তব্য করছেন না। এমন সব মন্তব্য করছেন যাতে দলের নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। দল ভাঙানোর চেষ্টা করছেন। ক্ষমতা থাকে তো দলের ও সরকারের পদ ছেড়ে কথা বলুন।”

বিশ্লেষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে বাংলার রাজনীতি। তিনি কী করবেন, আদৌ দলবদল করবেন, নাকি তৃণমূলেই থাকবেন, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তবে এমত পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নানা মন্তব্য যে গুঞ্জনের সৃষ্টি করেছে শাসকদলের অন্দরমহলে, তা বলার অপেক্ষা রাখে না‌। তবে তার এই তাৎপর্যপূর্ণ মন্তব্য আগামীদিনে তার রাজনৈতিক অবস্থানকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!