এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার বিজেপির বর্তমান আচরণ নিয়ে তীব্র কটাক্ষ হেভিওয়েট তৃণমূল বিধায়কের, বাড়ছে বিতর্ক

এবার বিজেপির বর্তমান আচরণ নিয়ে তীব্র কটাক্ষ হেভিওয়েট তৃণমূল বিধায়কের, বাড়ছে বিতর্ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে রাজ্যে তীব্র হয়ে দাঁড়িয়েছে তৃণমূল এবং বিজেপির প্রবল রাজনৈতিক সংঘাত। কার্যত সেই সংঘাত আরো উস্কে গিয়েছে বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের বসা নিয়ে। মুকুল রায় তৃণমূলে যোগদান করেও বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে যে এসেছেন তা এতদিনে সবার কাছে স্পষ্ট। কিন্তু এই নিয়ে বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। আর এবার বিজেপির এই আচরণকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের পক্ষ থেকে কামারহাটির বিধায়ক মদন মিত্র।

স্পিকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভায়। গতকালই তাঁরা সম্মিলিতভাবে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন। আর এবার তাই নিয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রর পাল্টা প্রশ্ন, তৃণমূলে আসার কারণেই কি মদন মিত্রকে এতটা অপছন্দ গেরুয়া শিবিরের? এক্ষেত্রে তিনি নারদ তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। কার্যত নারদ তদন্তের চার্জশীটে মদন মিত্রসহ বেশ কয়েকজন তৃণমূল হেভিওয়েটের নাম রয়েছে, কিন্তু মুকুল রায়ের নাম আসেনি। কার্যত সেসময় মুকুল রায় বিজেপিতেই ছিলেন। আর সেক্ষেত্রে মুকুল রায়ের রক্ষাকবচের কাজ করেছে গেরুয়া শিবির বলেই মনে করেন রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই এবার গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন মদন মিত্র। তিনি পাল্টা বলেছেন, বিজেপিতে থাকার জন্য নারদ মামলায় মুকুল রায়ের নাম দিতে ভুলে গিয়েছিল বিজেপি। কিন্তু এখন তৃণমূলে এসেছে বলেই মুকুল রায় খারাপ হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের কাছে। পাশাপাশি রাজ্যে যেভাবে একের পর এক প্রতারণার ঘটনা হয়ে চলেছে, তা নিয়েও মদন মিত্র ব্যাপক আক্রমণ করেছেন বিজেপিকে। তাঁর দাবি এগুলোর পেছনে বিজেপির হাত রয়েছে। কার্যত রাজ্যে বর্তমানে ভুয়ো ভ্যাকসিন কান্ডের দেবাঞ্জন দেব থেকে শুরু করে সনাতন রায়চৌধুরীর মতো একের পর এক ভুয়ো আধিকারিক ধরা পড়ছে। সেইসঙ্গে বাড়ছে চাঞ্চল্য।

আর এই সমস্ত ঘটনার পেছনে গেরুয়া শিবিরের কলকাঠিকেই তৃণমূল বিধায়ক মদন মিত্র দায়ী করেছেন। তাঁর দাবি, আগে শুধু তৃণমূল ছিল, এসব প্রতারণা ছিলনা। সেক্ষেত্রে প্রতারণা বাড়ার পেছনে বিজেপির হাত অবশ্যই আছে। সবমিলিয়ে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিলেন মদন মিত্র তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত মদন মিত্রের অভিযোগের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি বিজেপি নেতারা। তবে মদন মিত্রের অভিযোগ নিয়ে গেরুয়া শিবির চুপ থাকবে বলে মনে হয়না। সেক্ষেত্রে কি জবাব আসে, এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!