এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবার ‘খেলা হবে’ নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, বিতর্ক চরমে

এবার ‘খেলা হবে’ নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, বিতর্ক চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় প্রতিবার রাজনৈতিক দলগুলির গলায় শোনা যায় জবরদস্ত স্লোগান। এবারেও একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল বেছে নিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। আর এই স্লোগানটি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক বিতর্ক। আর সেই বিতর্ককে আরো একটু উস্কে দিলেন এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা-নেত্রীরা সবখানে গিয়ে ‘খেলা হবে’ বলে আওয়াজ তুলেছেন। এমনকি তৃণমূল নেত্রী নিজেও খেলা হবার দিকেই ইঙ্গিত করেছেন।

কিন্তু এবার রবিবার হাওড়ার জগদবল্লভপুর এর সমাবেশ থেকে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে পাল্টা দিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, তৃণমূল ‘খেলা হবে’ বলে কিসের ইঙ্গিত দিতে চাইছে? খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় শাসক শিবিরের হিংসার রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন। প্রাক্তন বনমন্ত্রী আশংকা প্রকাশ করেছেন, এবারের নির্বাচনে বড়োসড়ো সংঘর্ষের পথে রাজ্যের শাসক দল। আর তারই ইঙ্গিত এখন থেকে দিয়ে চলেছে শাসক দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি বসিরহাট থেকে সভা করে ফেরার পথে মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের ওপর ব্যাপকভাবে গুলি-বোমা চালানো হয়। এখনো পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শনিবার রাতে বারাসাত হেলাবটতলার কাছে আবার রাণাঘাটের সাংসদ জগন্নাথ সরকার পড়েন দুর্ঘটনায়। অভিযোগ, তাঁর গাড়িতে পেছন থেকে ধাক্কা মেরেছে ট্রাক। তিনি অভিযোগ করেছেন, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে। দুটি ঘটনার সাথে রাজীব বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ স্লোগানকে মিলিয়ে রাজনৈতিক হিংসার ইঙ্গিত দিতে চাইছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, তৃণমূলের বর্তমান সংস্কৃতি হলো, দল থেকে বেরিয়ে গেলে কালো। প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে বন সহায়ক নিয়োগের তদন্ত চালাচ্ছে রাজ্য সরকার। তৃণমূল নেতাদের ভাষা সন্ত্রাস নিয়ে মুখ খুলেছেন রাজীব। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে ভোটের খেলা যে জমে উঠেছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল। আর সেখানে রাজনৈতিক দলের বিভিন্ন স্লোগান অন্যতম উল্লেখযোগ্য তাৎপর্য বহন করছে, সে কথা অনস্বীকার্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!