এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি এই তৃণমূল সাংসদ যাচ্ছেন বিজেপিতে? বিজেপি সাংসদ বড়সড় বোমা ফাটালেন

এবার কি এই তৃণমূল সাংসদ যাচ্ছেন বিজেপিতে? বিজেপি সাংসদ বড়সড় বোমা ফাটালেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতিতে দলবদল খুব স্বাভাবিক ঘটনা বলে ধরে নেওয়া হয়। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিন্তু দেখা গিয়েছে বড়োসড়ো দল বদল ঘটছে বাংলার রাজনীতিতে। লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায় দল ছেড়েছেন। একই সাথে তাঁর সাথে তৃণমূল ছাড়েন আরো বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ নেতা। দল ছেড়ে যোগ দিয়েছিলেন তাঁরা গেরুয়া শিবিরে। বর্তমানে মুকুল রায় গেরুয়া শিবিরের হয়ে বাংলার চাণক্য হিসেবে কাজ করছেন। অন্যদিকে আবার গেরুয়া শিবির থেকেও ছোট বড় নেতারা যোগ দিয়েছেন তৃনমূলে।

সব মিলিয়ে বাংলার রাজনীতিতে কিন্তু দলবদলের ব্যাপক প্রভাব বর্তমান। আর এবার বাংলার রাজনীতিতে আরও বড়সড় দলবদল হতে চলেছে বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সাংসদ। একজন গুরুত্বপূর্ণ তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে শোনা যাচ্ছে। সপ্তাহ দুয়েক আগে অমিত শাহ এ রাজ্যে এসেছিলেন 2021 এর বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবং তিনি আগামী দিনের বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের সামনে 200 আসনের লক্ষ্যমাত্রা দিয়ে গেছেন। এদিকে বাংলার গেরুয়া শিবিরও 200 আসন দখল করতে প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, এই মুহূর্তে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রয়েছেন।

এমনকি তিনি তৃণমূলের 5 সাংসদের কথাও বলেছেন। উল্লেখযোগ্যভাবে এইসব সাংসদদের মধ্যে নাম রয়েছে তৃণমূলের অন্যতম নেতা তথা প্রাক্তন সাংসদ সৌগত রায়ের। অর্জুন সিং এর এই দাবি রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অর্জুন সিং এর দাবী সৌগত রায়ের কানে পৌঁছালে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি অর্জুন সিং এর দাবি তিনি এক কথায় উড়িয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, তাঁকে যদি রাজনীতি ছাড়তে হয় তা তিনি ছেড়ে দেবেন। কিন্তু বিজেপিতে তিনি কখনোই যাবেন না। পাশাপাশি সৌগত রায় এদিন জানিয়েছেন, রাজ্যে অমিত শাহ এসে এগুলি শিখিয়ে দিয়ে গেছে রাজ্যের বিজেপি নেতাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত নভেম্বরের শুরুতেই অমিত শাহ রাজ্যে এসেছিলেন এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি বুথ ভিত্তিক কর্মসূচির ওপর জোর দিয়েছেন বেশী। অমিত শাহ যে দুটি সাংগঠনিক বৈঠক করেছিলেন রাজ্যে, সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বিভিন্ন মোর্চার তরফ থেকে বিধানসভা ভিত্তিক কর্মসূচি নিতে হবে। পাশাপাশি বুথ ভিত্তিক সংগঠনের ওপর সবথেকে বেশি জোর দিতে হবে। বিভিন্ন ব্লকেও বিজেপির কর্মসূচি রাখতে হবে।

একই সাথে তিনি জানান, গেরুয়া শিবিরে যদি অন্য কোন দল থেকে দক্ষ সংগঠক আসতে চান, তাহলে তাঁদের জন্য দলের দরজা সব সময় খোলা রাখতে হবে। সূত্রের খবর, অমিত শাহ বার্তা দিয়েছেন বাংলার গেরুয়া শিবিরকে যে সিপিএম, কংগ্রেস কিংবা তৃণমূল থেকে যারা ভোটের রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, তাঁরা যদি দলে আসতে চান তাহলে তাদেরকে অবশ্যই দলে ঢোকার অনুমতি দিতে হবে। তবে সব মিলিয়ে অর্জুন সিং সৌগত রায়কে নিয়ে যে দাবি করেছেন তা নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।

বিশেষজ্ঞদের মতে, সৌগত রায়ের মত অভিজ্ঞ রাজনীতিবিদ যদি সত্যিই অর্জুন সিং এর দাবি মতন গেরুয়া শিবিরে প্রবেশ করেন তাহলে যে রকম একুশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে গেরুয়া শিবিরের সুবিধা অনেকাংশে বেড়ে যাবে, ঠিক সেরকমই রাজ্যের শাসক দল তৃণমূল পড়বে বিপর্যয়ের মুখে। তবে অর্জুন সিং এর দাবি কোনভাবেই মানেননি তৃণমূলের প্রাক্তন সাংসদ সৌগত রায়। অন্যদিকে দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে। অর্জুন সিং এর কথামতো 5 তৃণমূল সাংসদের মধ্যে শুভেন্দু অধিকারী আছে কিনা তা নিয়ে অবশ্য তিনি এখনও কিছু বলেননি।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!