এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রবাসী বাঙালিদের হাত ধরে ‘বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, শাসকদলের ঘুম ওড়াতে চায় বিজেপি

প্রবাসী বাঙালিদের হাত ধরে ‘বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’, শাসকদলের ঘুম ওড়াতে চায় বিজেপি


অভিনব কায়দায় রাজনৈতিক লড়াইয়ে আগ্রহী হলো গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সূত্র ধরে বিজেপি এ বার দিল্লিতে ‘বাংলা বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ নামে মঞ্চ তৈরী করতে উদ্যোগী হয়েছে । এই মঞ্চ গঠনের মূল লক্ষ্য প্রবাসী বাঙালীদের সাথে হৃদ্যতা স্থাপন করে তাঁদের মারফত পশ্চিমবঙ্গের বিশিষ্টজনেদের কাছে পৌঁছনো এবং ধীরে ধীরে তৃণমূল সরকারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন তৈরী করা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই উদ্যোগের শুভ সূচনার প্রথম পদক্ষেপ স্বরূপ  শনিবার কলকাতার আইসিসিআর-এ বাঙালি বিদ্বজ্জনেদের নিয়ে সংস্থার অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদান বিষয়ক একটি আলোচনাসভায় বক্তৃতা করলেন । এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে স্বপনবাবু এবং অনির্বাণবাবু যৌথভাবেই জানালেন তাঁরা মনে করছেন পঞ্চায়েত নির্রবাচনের ফলে এ রাজ্যে বিজেপি দাগ কাটতে শুরু করেছে। বিজেপির সেই পদক্ষেপের সম্প্রসারণের জন্যেই এদিনের এই উদ্যোগ। এই বিষয়কে কোনো তোয়াক্কা করতে রাজী নয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।  দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, ”বিজেপি-র তো বিদ্বজ্জন সংগঠন আছেই! যা খুশি করতেই পারে! এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!