এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি তৃণমূলের পথে শুভ্রাংশু -সব্যসাচীরা? মন্তব্য ঘিরে জোর শোরগোল, ক্রমশ আতঙ্ক বাড়ছে বিজেপিতে

এবার কি তৃণমূলের পথে শুভ্রাংশু -সব্যসাচীরা? মন্তব্য ঘিরে জোর শোরগোল, ক্রমশ আতঙ্ক বাড়ছে বিজেপিতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েছিলেন তার এক সময়কার ছায়াসঙ্গী মুকুল রায়। তারপর তার হাত ধরেই সব্যসাচী দত্ত থেকে শুরু করে শুভ্রাংশু রায়, সৌমিত্র খাঁ থেকে শুরু করে আজ বঙ্গ বিজেপিতে যে সমস্ত তৃণমূল থেকে আসা নেতারা দাপিয়ে বেড়াচ্ছেন, তারা সকলেই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। অর্থাৎ সবার প্রথমে তৃণমূলকে ধাক্কা দিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলে দিয়েছিলেন যিনি, তার নাম মুকুল রায়। গত লোকসভা নির্বাচনে সেই মুকুল রায়ের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনার যে রাজ্যে অভূতপূর্ব ফলাফল করেছিল ভারতীয় জনতা পার্টি।

তবে এবারের 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পেছনে সেই মুকুল রায়কে সঠিকভাবে ব্যবহার না করা অন্যতম প্রধান কারণ বলে দাবি করতে শুরু করেছেন একাংশ। বর্তমানে বিজেপি বিধায়ক হলেও, মুকুল রায়কে সেভাবে দলের কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না। আর এবার তার ঘনিষ্ঠ বিজেপি নেতা সব্যসাচী দত্ত এবং মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের মন্তব্যে জল্পন বাড়তে শুরু করল।

এমনিতেই বিজেপি এবারের নির্বাচনে ভরাডুবি হওয়ার পর যারা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন, তারা আবার তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করতে শুরু করেছেন। আর তার মাঝেই সব্যসাচী দত্ত এবং শুভ্রাংশু রায়ের একটি মন্তব্য ব্যাপক আশঙ্কা তৈরি করেছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় এবং সব্যসাচী দত্ত এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন! রাজ্য রাজনীতিতে তাদের একটি মন্তব্যের পর এই গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

বস্তুত, ইতিমধ্যেই ফেসবুকে একটি পোস্ট করেছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। যেখানে বিজেপিকে আত্মসমালোচনা করার পরামর্শ দিতে দেখা গেছে তাকে। অর্থাৎ নতুন সরকার বিপুল জনাদেশ নিয়ে আসার পর যেভাবে তার বিরোধিতা করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি, তাতে সেই দিকে মনোযোগী না হয়ে বিজেপির নিজেদের কেন এত খারাপ ফলাফল হল, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত বলে বুঝিয়ে দিয়েছেন মুকুল রায়ের পুত্র। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাব পোষণ করতে দেখা গিয়েছে তৃণমূলের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি নেতা সব্যসাচী দত্তকে।

এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার থেকে বড়। তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কখনও খারাপ হয়নি। আর ওনার রাজনৈতিক ম্যাচুরিটি নিয়ে আমার কোনো তুলনা চলে না। ওনার সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই।” আর দুদিন আগে আদ্যপ্রান্ত তৃণমূলের বিরোধীতা করা এই দুই নেতা যেভাবে দলকে আত্মসমালোচনার কথা বলে কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি সুর নরম করেছেন, তাতে জল্পনা ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, সব্যসাচী দত্ত বা শুভ্রাংশু রায় শুধু নয়, এমন অনেকেই বিজেপির ভেতরে রয়েছেন, যারা তৃণমূলে যোগ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন। ধীরে ধীরে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তৃণমূলের একাংশের দাবি, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই বিজেপির অনেক জনপ্রতিনিধি গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে চাইছেন। তবে বর্তমানে দল এখনও এই যোগদানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। স্বাভাবিক ভাবেই সব্যসাচী দত্ত থেকে শুরু করে শুভ্রাংশু রায়ের এই মন্তব্যে এখন উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, গোটা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে এমনটা হলে হতেও পারে। কেননা মুকুল রায়ের মত অভিজ্ঞ নেতাকে এবারের নির্বাচনে বিজেপি ঠিক মত গুরুত্ব দেয়নি। যার কারণে তাদের ভালো ফলাফল করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে মুকুল রায়ের অনুগামী বলে যারা বিজেপিতে পরিচিত, তারা এখন অনেকেই বেসুরো গাইতে শুরু করেছেন। আর এবার স্বয়ং মুকুল রায়ের পুত্র এবং সব্যসাচী দত্তের একটি মন্তব্য নিঃসন্দেহে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে গেরুয়া শিবিরে।

তাহলে কি তাদের এই মন্তব্যের মধ্যে দিয়ে ধীরে ধীরে প্রমাণ হচ্ছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন! কি করবেন শুভ্রাংশু রায় বা সব্যসাচী দত্ত, তা সময়ে প্রমাণ হবে। তবে তাদের এই মন্তব্য যে বিজেপির কাছে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!