এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > ভোটের পরেও কি থাকবে জোট? বৈঠকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ভোটের পরেও কি থাকবে জোট? বৈঠকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করে বড়োসড়ো লড়াই দিতে চেয়েছিল বাম শিবির। কিন্তু প্রত্যাশা একেবারেই পূরণ হয়নি। স্বাধীনতার পর এই প্রথম রাজ্য বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারে নি বাম ও কংগ্রেস। মাত্র একজন প্রতিনিধি পাঠাতে পেরেছে আব্বাস সিদ্দিকীর দল। এই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট রাখা কতটা যুক্তিযুক্ত? তা নিয়ে অনেকেই প্রশ্ন তুললেন বৈঠকে।

আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করা নিয়ে অনেকেরই মতান্তর ছিল। নির্বাচনে পরাজয়ের পর এ বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো শীর্ষ নেতৃত্বকে। রাজ্য কমিটির সঙ্গে কোন রকম পর্যালোচনা না করেই আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করা যে দলের পক্ষে ক্ষতিকারক হয়েছিল, তা মেনে নিলেন অনেকেই। অনেকেই মনে করছেন, আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট করার ফলে বামফ্রন্টের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সিপিএমের রাজ্য কমিটির ভার্চুয়াল বৈঠকে আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শীর্ষ নেতৃত্বকে বহু প্রশ্ন করতে দেখা গেছে রাজ্য নেতাদের। আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে হঠাৎ করে কেন জোট করা হয়েছে? রাজ্য কমিটিতে অন্তত এক ঘণ্টা বৈঠক করেও এর মতামত নেওয়া যেত, কিন্তু তা করা হয়নি। পীরজাদাকে জোটে নিতে গিয়ে দলের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তি যে ক্ষুণ্ন হয়েছে, তা মেনে নিলেন অনেকেই।

তবে, এত কিছুর পরেও এখনই জোট ভাঙছে না বাম নেতৃত্বা। কোন জোটসঙ্গী যদি চলে যেতে চান, তবে বেরিয়ে যেতে পারেন। এই বার্তা দেওয়া হলো বৈঠকে। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানালেন যে, সিপিএম কারোও সঙ্গে জোট ভাঙবে না। এই সঙ্গে দলে নতুন প্রজন্মের নেতা-নেত্রীদের গুরুত্ব দেয়া হবে বলে, জানানো হলো। আবার, বাড়ি বাড়ি গিয়ে মানুষের মতামত জানতে চাইবে সিপিএম দল। অর্থাৎ এখনও আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট বজায় রাখবে বাম নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!