এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবারের ভোটে 5 টা সিটও পাবে না তৃণমূল? মমতার বিপদ বাড়ালেন শুভেন্দু!

এবারের ভোটে 5 টা সিটও পাবে না তৃণমূল? মমতার বিপদ বাড়ালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস নিজেদের সর্বভারতীয় বলে দাবি করে। কিন্তু তারপরেও এরা বাংলার 42 টি আসন এবং অন্যান্য রাজ্যে মাত্র 3 টি আসনে প্রার্থী দিয়েছে। অর্থাৎ মোট গোটা দেশে 45 টি আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আবার এরা আশা করছে, এদের নেত্রী নাকি প্রধানমন্ত্রী হবে! যাই হোক, সে যে কেউ যা খুশি আশা করতেই পারে। কিন্তু সেই ব্যাপারে বলতে গিয়ে তৃণমূলকে এমন এক কথা বললেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা শুনে লজ্জা পেতে শুরু করেছেন তৃণমূল কর্মীরাও।

প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদের সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “৪৫ টি আসনের মধ্যে ৫ টা আসন পাবে কিনা সন্দেহ! আবার এরা নাকি প্রধানমন্ত্রী হবে! যেদিন গরুর গাড়ির হেডলাইট লাগবে, সেদিন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে।” অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, তৃণমূলকে কতটা হালকা ভাবে নিচ্ছে বিজেপি! আর নেবে নাই বা কেন?

এই দলটার না আছে কোনো আদর্শ, না আছে কোনো লড়াই করার ক্ষমতা। বাংলায় যে ৪২ টি আসনে তারা লড়াই করছে, সেখানেই তারা অনেক আসনে পরাজিত হবে ভারতীয় জনতা পার্টির কাছে। তাই এই স্বল্প আসন নিয়ে যারা প্রধানমন্ত্রী হওয়ার বাসনা রাখেন, তাদেরকে এমনভাবে কটাক্ষ শুনতে হবে, সেটাই তো স্বাভাবিক। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!