এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সামনে ভোট, ছাড় নেই শিক্ষকদেরও, এবার রাজ্য সরকারের হয়ে বাড়ি বাড়ি প্রচারে শিক্ষকরা !

সামনে ভোট, ছাড় নেই শিক্ষকদেরও, এবার রাজ্য সরকারের হয়ে বাড়ি বাড়ি প্রচারে শিক্ষকরা !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে তৃণমূল। এর মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ রুপায়ণ হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর এবার একুশের নির্বাচনকে নজরে দেখে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের কাজে লাগাতে তৎপর শাসক দল তৃণমূল। আর জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষকগণকে নিয়ে তৃণমূল শিবিরের নতুন কর্মসূচি ‘চলুন মাস্টারমশাই ঘুড়ি বাড়ি বাড়ি।’ মূলত এই পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রকল্প গুলি সম্পর্কে প্রচার চালানো হবে। রীতিমতো কর্পোরেট মার্কেটিং এর কায়দায় রাজ্যের শাসক দল বিধানসভা নির্বাচনের নিরিখে মাটি শক্ত করতে আসরে নেমেছে বলে মনে করা হচ্ছে।

আর কর্পোরেটের কথা যখন উঠলোই, তখন বোঝাই যাচ্ছে এই পরিকল্পনার পেছনের আসল মাথা হল প্রশান্ত কিশোরের। রাজ্যের ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 হাজারের দল তৈরি করা হচ্ছে। প্রতিটি দলে পাঁচজন করে প্রাথমিক শিক্ষক রয়েছেন বলে খবর। 60000 তৃণমূল শিক্ষক এই প্রচারে যোগদান করবেন বলে জানা গিয়েছে। সোমবার তৃণমূল ভবনে দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘চলুন মাস্টারমশাই ঘুড়ি বাড়ি বাড়ি’ নামক অভিযানের সূচনা করবেন। গোটা অভিযানের নেতৃত্বে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি থাকছে। রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি পঞ্চায়েতে শিক্ষকদের দল পাঠানো হবে।

রাজ্য সরকারের 64 টি মানবিক প্রকল্প সম্বলিত একটি পুস্তিকা তৈরি হয়েছে, যেটি বাড়ি বাড়ি বিনামূল্যে বিতরণ করা হবে। এ প্রসঙ্গে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র জানিয়েছেন, 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলি মানবিক প্রকল্প রাজ্যের জন্য ঘোষণা করেছেন তা নিয়ে আলোচনা হবে বাড়ি বাড়ি গিয়ে। প্রকল্পগুলির সুফল পেতে গেলে কাউকে যে এক পয়সাও খরচ করতে হবে না সেকথাও জানানো হবে। বস্তুত বিরোধীরা দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন, তৃণমূলের প্রকল্পগুলির সুবিধা পেতে গেলে সাধারণ গরিব মানুষকে দিতে হয় কাটমানি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই একই কথা মেনে নিলেন অশোক রুদ্রের মতন শিক্ষক নেতা। তিনি এদিন জানিয়েছেন, রাজ্যের অনেকেই জানেননা বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য কিভাবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে। সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কেউ কেউ তাদের বোকা বানাচ্ছে তাঁদের। তাঁদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। ফলস্বরূপ বদনাম হচ্ছে রাজ্য সরকারের। এই পরিস্থিতির বদল আনার জন্যই এই কর্মসূচী বলে জানানো হচ্ছে। এদিন জানা গেছে, রাজ্যের জনমোহিনী প্রকল্পের প্রচারের সাথে সাথে সাধারণ মানুষের মনের কথাও জানবেন শিক্ষকরা।

প্রত্যেকের অভাব অভিযোগ লিপিবদ্ধ করে রিপোর্ট জমা দেওয়া হবে তৃণমূল ভবনে। একুশের বিধানসভার নির্বাচনের পরিপ্রেক্ষিতে এযাবতকালে তৃণমূলের বহু পদক্ষেপ দেখা গিয়েছে। তবে প্রাথমিক শিক্ষকদের নিয়ে যে জনসংযোগ কর্মসূচি রূপায়িত হতে চলেছে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগেও প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘দিদিকে বল’ যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। তাই এবার দেখার ‘চলুন মাস্টারমশাই, ঘুরি বাড়ি বাড়ি’ কর্মসূচিটি একুশের বিধানসভা নির্বাচনে ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে!

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!