এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষক নিয়োগে সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, জেনে নিন বিস্তারিত

শিক্ষক নিয়োগে সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী, জেনে নিন বিস্তারিত


অনেকে বলছেন, অবশেষে বিলম্বিত বোধোদয় হল সরকারের। কিছুটা হলেও এই কথাকে সত্যি বলে দাবি করছে বিভিন্ন মহল। সূত্রের খবর, অবশেষে শিক্ষক নিয়োগে বড়সড় সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহের দুর্গাপুজোর আগেই শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আর এই ঘটনাতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষামহলে। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই এই শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তিতে পড়েছিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি শিক্ষক নিয়োগের কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর তারপর থেকেই সকলের নজর ছিল ঠিক কবে সরকারের পক্ষ থেকে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করা হয়। আর এবার পুজোর আগেই সেই শিক্ষক নিয়োগ করা হবে বলে শিক্ষামন্ত্রীর ঘোষনায় কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছে বেকার যুবক-যুবতীরা।

এদিন এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আগামী 20 শে জুলাই শিক্ষা দপ্তর বৈঠক করবে। মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুলে শিক্ষক নিয়োগ করতে। সেইমত পুজোর আগেই শিক্ষক নিয়োগ করা হবে। এসএসকে, এমএসকে এবং এনআইএসদের নিয়ে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কমিটি করা হবে।”

তবে পুজোর আগে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেও অগাস্ট এবং সেপ্টেম্বর হাতে এই দু’মাসের মধ্যে ঠিক কবে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!