এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘এক ব্যক্তি, এক পদ’ এর আওতায় কি এবার দলের সাংগঠনিক দায়িত্বকেই বেছে নেবেন তৃণমূলের হেভিওয়েট? জোর চর্চা রাজনৈতিক মহলে

‘এক ব্যক্তি, এক পদ’ এর আওতায় কি এবার দলের সাংগঠনিক দায়িত্বকেই বেছে নেবেন তৃণমূলের হেভিওয়েট? জোর চর্চা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএকুশের বিধানসভা নির্বাচন জিতে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকেই ইঙ্গিত দিয়েছিলেন, এবার থেকে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি গ্রহণ করা হবে। খুব স্বাভাবিকভাবেই এই নী্তি প্রণয়ন নিয়ে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই নীতি মানতে গেলে অনেক নেতারই ডানা ছাঁটা যাবে। আর সে জায়গায় অন্যতম নাম উঠে আসছে যার, তিনি হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এতদিন পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন গোটা উত্তর 24 পরগনার সাংগঠনিক দায়িত্ব সামলেছেন। উল্লেখ্য, উত্তর 24 পরগণার তৃণমূল সভাপতি তিনি। প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অর্থাৎ তাঁকে বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এবার ‘এক পদ এক নীতি’ মানতে গেলে তাঁকে যেকোনো একটি বেছে নিতে হবে। সে ক্ষেত্রে তিনি কোন দিকে যাবেন তাই নিয়ে বর্তমানে শুরু হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন, খাদ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক বেশকিছু বিতর্কে জড়িয়ে ছিলেন, তাই এবার তাঁকে আর সেই দায়িত্ব দেননি মুখ্যমন্ত্রী। অন্যদিকে বনমন্ত্রীর দায়িত্ব সেভাবে কিছু নেই। তাই সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, নিজের গুরুত্ব বজায় রাখতে জ্যোতিপ্রিয় মল্লিক কি মন্ত্রিত্ব ছেড়ে পুরোপুরি সাংগঠনিক দায়িত্বকেই বেছে নেবেন?

বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা সভাপতি হিসেবে বাড়তি গুরুত্ব অবশ্যই তিনি পাবেন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, দলের অনেক দুর্দিনে এই জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনাকে তৃণমূলের দুর্গ হিসেবে যে ধরে রেখেছিলেন সেকথা অনস্বীকার্য।

সেক্ষেত্রে অনেকেই মনে করছেন, জ্যোতিপ্রিয় মল্লিক নিজের সম্মান রক্ষার্থে এবং দলে নিজের গুরুত্ব বজায় রাখতে সাংগঠনিক দায়িত্বকেই বেছে নেবেন বনমন্ত্রীর পদ ছেড়ে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি পুরোপুরি কার্যকর করলে জ্যোতিপ্রিয় মল্লিকের মতন অনেকেই অন্য রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলেই মনে করা হচ্ছে। আপাতত রাজনৈতিক গুরুত্ব বজায় রাখতে জ্যোতিপ্রিয় মল্লিক কি সিদ্ধান্ত গ্রহণ করেন, এখন সে দিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!