এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বরাষ্টমন্ত্রকের পক্ষ থেকে মকুল রায়ের জন্য এবার বিশেষ নির্দেশ, জল্পনা অব্যাহত

স্বরাষ্টমন্ত্রকের পক্ষ থেকে মকুল রায়ের জন্য এবার বিশেষ নির্দেশ, জল্পনা অব্যাহত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতির জগতে ওঠাপড়া লেগেই থাকে। যে মুকুল রায় এতদিন কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি ছিলেন, তিনি আজ তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি। নিমেষের মধ্যে তাঁর দল বদলেছে, কিন্তু পদ একই রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে থাকার জন্য মুকুল রায়ের নিরাপত্তার দায়িত্বে ছিল এতদিন কেন্দ্রীয় বাহিনী। কিন্তু মুকুল রায় এখন রাজ্য সরকারের আওতায়। যথারীতি তাঁর কেন্দ্রীয়  নিরাপত্তা সরিয়ে নেওয়ার জন্য মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই চিঠির উত্তর দেওয়া হয়েছে এবার এবং কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রসঙ্গত মুকুল রায় দীর্ঘ রাজনৈতিক জল্পনাকে বাস্তবায়িত করে গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান করেছেন। একইসাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ঘরের ছেলে বলে কাছে টেনে নিয়েছেন। পাশাপাশি শোয়া যাচ্ছে রাজ্য সরকার মুকুল রায়কে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে।

একইসাথে মুকুলপুত্র শুভ্রাংশু রায় যিনি বাবার সাথেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁর জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে পারে রাজ্য বলে জানা যাচ্ছে। অন্যদিকে, তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই রাজ্য সরকারের নিরাপত্তাই ব্যবহার করছেন মুকুল রায়। তবে আনুষ্ঠানিকভাবে এখনো অবশ্য মুকুল রায়কে জেড ক্যাটাগরি দেবার কথা ঘোষণা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এতদিন পর্যন্ত মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়ির গেটে ও সল্টলেকের ফ্ল্যাটে এতদিন পর্যন্ত কেন্দ্রীয় জওয়ানদের দেখা গিয়েছে। মুকুল রায় নিজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লিখলেও নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর কাছে এতদিন পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। তবে অবশেষে আজ মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হলো কেন্দ্রীয় নির্দেশে। অর্থাৎ মুকুল রায়ের সঙ্গে বিজেপির শেষ সুতোটুকুও ছিঁড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে মুকুল রায় একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং তারপর তাঁকে যতটা প্রাসঙ্গিক অবস্থায় দেখা গিয়েছিল, যত সময় গেছে মুকুল রায় গেরুয়া শিবিরে তাঁর প্রাসঙ্গিকতা হারিয়েছেন। আর শেষ বেলায় এসে তো মুকুল রায় পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন দলে। যার ফলে বোঝাই যাচ্ছিল মুকুল রায়ের গেরুয়া শিবির ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং সময়ের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে ও মুকুল রায় তৃণমূল ফিরে এসেছেন। আপাতত মুকুল রায়ের খেলা শুরু তৃণমূলে বলেই দাবি করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!