এখন পড়ছেন
হোম > খেলা > ভারতকে বিশ্বজয়ী করা মহাতারকা এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে

ভারতকে বিশ্বজয়ী করা মহাতারকা এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে


মহম্মদ আজহারউদ্দিন ও নভজ্যোত সিং সিধুর দেখানো পথে এগোতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের আরেক মহাতারকা বলে খবরে প্রকাশ। ভারতের অন্যতম এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন ভারতকে বিশ্বকাপ দেওয়া তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর।

তবে ঠিক কবে বিজেপিতে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গৌতম গম্ভীরকে লোকসভা নির্বাচনের আগেই দলে নিতে আগ্রহী অমিত শাহ। তবে সম্ভবত তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আম আদমি পার্টির দখলে থাকা দিল্লি বিধানসভা নির্বাচনে গৌতম গম্ভীরকে সামনে রেখে এগোতে চাইছে গেরুয়া শিবির বলেই সূত্রের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দুর্দান্ত ক্রিকেটার হওয়ার পাশাপাশি সমাজসেবায় ইতিমধ্যেই বড়সড় ছাপ রেখেছেন গৌতম গম্ভীর। ভারতীয় সেনাবাহিনীর পাশে তিনি বিভিন্ন সময় যেভাবে দাঁড়িয়েছেন, তা ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। ৫৮ টেস্ট ও ১৪৭ টি একদিনের আন্তর্জাতিক দেশের হয়ে প্রতিনিধিত্ত্ব করা গৌতম গম্ভীর চিরস্মরণীয় হয়ে থাকবেন বিশ্বকাপ ফাইনালে তাঁর অনবদ্য ৯৭ রানের ইনিংসটির জন্যই। মূলত তাঁর চওড়া ব্যাটে ভর করেই সেদিন বিশ্বজয়ী হয়েছিল ভারত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!