এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এক রেশন ডিলারের বাড়িতে হুমকি চিঠি, বোমা পৌঁছল, চিঠির নিচে অনুব্রতর নাম, জল্পনা চরমে

এক রেশন ডিলারের বাড়িতে হুমকি চিঠি, বোমা পৌঁছল, চিঠির নিচে অনুব্রতর নাম, জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বীরভূম জেলায় শেষ কথা বলেন অনুব্রত মণ্ডল। কোথাও কোনো দুর্নীতি হলে তিনি যে কাউকে ছেড়ে কথা বলবেন না, তা বারেবারেই কর্মীসভার মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের বুঝিয়ে দিয়েছেন তিনি। কিন্তু এবার সেই অনুব্রত মণ্ডলের নাম করেই এক রেশন ডিলারের বাড়িতে হুমকি চিঠি পৌঁছে গেল। যা দেখে রীতিমত আতঙ্কিত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দারা। যে অনুব্রত মণ্ডল সব সময় ন্যায়ের পক্ষে থাকেন এবং কেউ কোনো অন্যায় করলে তাকে সাজা ঘোষণা করেন, সেই অনুব্রত মণ্ডলের নাম করে এক রেশন ডিলারের বাড়িতে হুমকি চিঠি এবং বৌমা পৌঁছে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন সকলে। কেন এরকমটা হল? কেন বীরভূম জেলা তৃণমূল সভাপতির নাম করে এক রেশন ডিলারের বাড়িতে হুমকি চিঠি পৌঁছে গেল?

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমের মঙ্গলকোটের পল্লীগ্রামের বাসিন্দা জীবন কুমার বন্দ্যোপাধ্যায়। এই গ্রামেই তার রেশন দোকান। বাড়িতে তার স্ত্রী, ছেলে এবং মেয়ে রয়েছে। মঙ্গলবার সকালে ঘুম থেকে ওঠার পর দরজা খুলতেই তিনি দেখতে পান, সিঁড়িতে চারটি তাজা বোমা রয়েছে। আর একটি খোলা চিঠি রয়েছে। যেখানে বলা রয়েছে, “আমাদের ছেলেরা তৈরি থাকবে। তুমি আজ রাত সাড়ে নটার সময় গ্রামের লোকনাথ মন্দিরে টাকা নামিয়ে রেখে আসবে। আমার ছেলেরা লাইটের আলোর সিগন্যাল দেবে। নির্দেশ অমান্য করলে বাড়িতে 10 কেজি গাঁজা এবং বোমা গুঁজে দেওয়া হবে। তুমি যা ভালো বুঝবে করবে।” স্বাভাবিকভাবেই এহেন চিঠিতে রীতিমত আতঙ্কিত হয়ে যায় জীবনবাবু এবং তার পরিবার। সঙ্গে সঙ্গে মঙ্গলকোট থানার দ্বারস্থ হন তারা। জানা গেছে, এই হুমকি চিঠিতে অনুব্রত মণ্ডলের নাম ছিল। স্বাভাবিক জেলা তৃণমূল সভাপতির নাম করে কে বা কারা এই হুমকি চিঠি দিল, তা নিয়ে এখন বিস্তর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রেশন ডিলার জীবন মুখোপাধ্যায় বলেন হুমকি চিঠি এই প্রথম নয় গত বৃহস্পতিবার সকালে ওই ধরনের চিঠি বাড়ির দরজার সামনে রেখে যাওয়া হয়েছিল তাতে আড়াই লক্ষ টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছিল এমনকি টাকা না দিয়ে আমার ছেলে মেয়ের ক্ষতি করার হুমকি দেওয়া হয় কিন্তু অতটা আমুল দিইনি কিন্তু এদিন বোমা-গুলি রেখে যাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই পুলিশকে জানিয়েছি।” তবে যেভাবে রেশন ডিলারকে হুমকি এবং তার বাড়িতে হুমকি চিঠি পৌঁছনোকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে এবং এই গোটা ঘটনায় অনুব্রত মণ্ডলের নাম জড়িয়ে পড়েছে, তাতে যে তৃণমূল কংগ্রেস অনেকটাই অস্বস্তিতে পড়ল, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি সত্যি সত্যিই এই ঘটনার পেছনে অনুব্রত মণ্ডল বা তৃনমূলের কেউ জড়িত রয়েছে?

এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া জানবার জন্য তাকে ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে কারা এই কাজ করেছে, তাদের খোঁজে তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু পুলিশ তদন্তে নামলেও, যেভাবে এই ঘটনায় বীরভূম জেলা তৃণমূল সভাপতির নাম জড়িয়ে পড়ল, তাতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!