এখন পড়ছেন
হোম > জাতীয় > একশো দিনের কাজ সহ একাধিক বিষয়ে বঞ্চনা! বিরোধী জোটের বৈঠক থেকে কেন্দ্রকে নিশানা মমতার!

একশো দিনের কাজ সহ একাধিক বিষয়ে বঞ্চনা! বিরোধী জোটের বৈঠক থেকে কেন্দ্রকে নিশানা মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় একশো দিনের কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি পঞ্চায়েত নির্বাচনে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ সামনে এনে বিজেপির বিরুদ্ধে প্রচার করতেও দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলকে। আর এই পরিস্থিতিতে পাটনাতে বিরোধী দলের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, একশো দিনের টাকা থেকে রাজ্যকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, এদিন পাটনায় নিতীশ কুমারের ডাকে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একশো দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না। কাজ করে সাধারণ মানুষ টাকা পাচ্ছে না। রাজ্যগুলোকে বঞ্চনা করা হচ্ছে। আর নিজেদের ইচ্ছামত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছে কেন্দ্রীয় সরকার।”

পর্যবেক্ষকদের মতে, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা এবার দেশের কাছে তুলে ধরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই বিরোধী মহাজোটের বৈঠকের পর কেন্দ্রকে চাপে ফেলে দিয়ে বঞ্চনার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!