এখন পড়ছেন
হোম > জাতীয় > একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত রাজ্য, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা!

একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত রাজ্য, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় সরকার রাজ্যকে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বাংলার শাসক দল। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ঠিকমতো হিসাব দেওয়া হচ্ছে না। তাই টাকা দেওয়া হয়নি। আর এই পরিস্থিতিতে এবার মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে ফের আরও একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কাজ করিয়ে নিয়েও টাকা দেওয়া হচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের একটি প্রশাসনিক সভায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “একশো দিনের কাজে খাটিয়েছে, কিন্তু টাকা দেয়নি। অথচ এই টাকা দেওয়া বাধ্যতামূলক। যে সরকার পরপর পাঁচ বছর একশো দিনের কাজে প্রথম হয়, তাদের টাকা দেওয়া হয়নি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে 100 দিনের কাজে বাংলা সাফল্য পাওয়ার পরেও কেন তাদের বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!