এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার চিঠি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ডেরেক ও’ব্রায়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এবার চিঠি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন ডেরেক ও’ব্রায়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এবার নির্বাচন কমিশনার দ্বারস্থ হলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়ান এবং লোকসভায় দলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সামনেই সবং উপনির্বাচন। আর এই আগে নির্বাচন কমিশনে যাওয়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ব্যাপারটি হলো সবংয়ে উপনির্বাচনের দিন ঘোষণা হলেও নোয়াপাড়া এবং উলুবেড়িয়া উপনির্বাচনের দিন এখনো কেন ঘোষণা করা হলো না এই নিয়ে প্রশ্ন তুলে একটি চিঠি তারা নির্বাচন কমিশনকে দেন।জানা গেছে পশ্চিমবঙ্গের সবংয়ে ভোট হবে আগামী ২১ ডিসেম্বর। ফল প্রকাশ ২৪ তারিখ। যা বড়দিনের মরসুম। ফলে সেই সময় মানুষ উৎসবে মেতে থাকবেন আর এর মাঝে ভোট হলে বিড়ম্বনায় পড়তে পারেন তারা। তাই সেই সময়ে কেন ভোট সেই প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যের নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচন এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন কেন একসঙ্গে হল না তা নিয়ে জানতে চাওয়া হয়েছে।তৃণমূলের চিঠি নির্বাচন কমিশন গ্রহণ করেছে আর পাশাপাশি এদিন মুখ্য নির্বাচন কমিশনার অচলকুমার জ্যোতি জানান এই মুহূর্তে ভিভিপ্যাটযুক্ত মেশিনের কিছু অভাব রয়েছে। কারণ গুজরাতে ভোট হচ্ছে আর হিমাচল ভোটে ইভিএম ভোটবন্দি হয়ে পড়ে আছে।তাই সব কটি ভোট একদিনে নেওয়া সম্ভব হচ্ছে না। আর তিনি আরো জানিয়েছেন যে গুজরাত নির্বাচনের পরেই বাকি কেন্দ্রগুলিতে ভোট হবে। এখন এই উত্তরে তৃণমূল খুশি কিনা তা জানা যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!