এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার ডায়মন্ডহারবারকে নতুন রূপ দিতে চলেছে রাজ্য সরকার

এবার ডায়মন্ডহারবারকে নতুন রূপ দিতে চলেছে রাজ্য সরকার


শীতের গোড়াতেই পর্যটক ও পিকনিক পার্টিদের জন্য সুখবর।এবার ডায়মন্ডহারবারে শ্রীহীন গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে একেবারে আধুনিক ছাঁচে ঢেলে সাজানো হবে।

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্ব প্রথম ডায়মন্ডহারবারে গঙ্গার ধার ও সংলগ্ন এলাকাকে সৌন্দর্যায়নের প্রস্তাব দেন। দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন প্রস্তাবটি শোনার পরই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে এই অঞ্চলে কাজ শুরু করার নির্দেশ দেন।

মাস্টার প্ল্যানের পরিকল্পনা অনুযায়ী, ডায়মন্ডহারবার মহকুমা আধিকারিকের অফিসের ঠিক উল্টো দিকে থেকে শুরু হওয়া সৌন্দর্যায়নের কাজটি শেষ হবে কেল্লার মাঠে গিয়ে। নদীর ধার ঘেঁষে পুরো অংশ কংক্রিটের ঢালাই করা হবে। কোথাও নদীর উপর কিছুটা বাড়িয়ে ঝুলবারান্দার মতো করে দেওয়া হবে। সেখানে আলাদা করে বসার জায়গা থাকবে। পার্কের ভিতর দিয়ে হাঁটার আলাদা রাস্তা করে দেওয়া হবে। পার্কে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা এবং স্নানার্থীদের জন্য পোশাক পালটানোর ঘরও। পার্কের ভিতরে থাকবে মোবাইল ফুড স্টল।বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা করা হবে।

একদম নতুন রূপে তৈরী হবে আমাদের সবার ডায়মন্ডহারবার গঙ্গার তীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!