এখন পড়ছেন
হোম > রাজনীতি >  “এটা তো পুলিশ রাষ্ট্র নয়” বিস্ফোরণ নিয়ে প্রশ্ন করতেই আজব ব্যাখ্যা স্পিকার বিমানের!

 “এটা তো পুলিশ রাষ্ট্র নয়” বিস্ফোরণ নিয়ে প্রশ্ন করতেই আজব ব্যাখ্যা স্পিকার বিমানের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে ঘটে চলেছে একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। সকলেই প্রশ্ন করছেন, পুলিশের চোখের মধ্যে এই ধরনের বেআইনি বাজি কারখানার বারবার অন্তত কিভাবে সম্ভব! তবে সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে আজব মন্তব্য করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অন্তত তেমনটাই বলছেন সমালোচক মহলের একাংশ। এদিন এই ব্যাপারে বিমানবাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, সমস্তটাই পুলিশ প্রশাসন দেখবে। তবে এটাতো পুলিশ রাষ্ট্র নয়, তাই সমস্ত লোকের পেছনে পুলিশ লাগিয়ে দেওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত, এগরার পর রবিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বজবজ এলাকা। ইতিমধ্যেই সেই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার একাংশ। এদিন গোটা বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “দেখুন, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। সমস্তটাই পুলিশ প্রশাসন দেখবে। এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। তবে এটা তো পুলিশ রাষ্ট্র নয় যে, সবার পেছনে একটা করে পুলিশ লাগিয়ে দিয়ে সবকিছু দেখভাল করা সম্ভব হবে!”

অন্যদিকে বিধানসভার অধ্যক্ষের মুখ থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসার পরেই সমালোচক মহলের একাংশ অবশ্য অন্য কথা বলছেন। তাদের দাবি, যখন বিরোধীদের মিটিং মিছিলে বাধা দেওয়া থেকে শুরু করে বিরোধী নেতাদের গ্রেপ্তার করতে পুলিশের সক্রিয়তার অভাব হয় না, তখন বেআইনি বাজি কারখানা রুখতে সেই পুলিশ কেন অতি সক্রিয় হচ্ছে না! তাহলে কি মানুষের জীবনের বিন্দুমাত্র দাম নেই এই রাজ্যে! পুলিশের কাজ কি শুধুমাত্র বিরোধীদের কর্মসূচিতে বাধা দেওয়া! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!