এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফেসবুক কি এবার আনতে চলেছে টেকনোলজি? আপনার ব্রেন যেটা ভাবছে সেটাই পোস্ট যাবে ওয়ালে?

ফেসবুক কি এবার আনতে চলেছে টেকনোলজি? আপনার ব্রেন যেটা ভাবছে সেটাই পোস্ট যাবে ওয়ালে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টেকনোলজির দুনিয়ায় এবার নতুন চমক আনতে চলেছে ফেসবুক। নেচার কমিউনিকেশন নামক জার্নালে প্রকাশিত হওয়া একটি তথ্যে জানা গেছে যে ৩ জন মৃগী রোগীর ওপর পরীক্ষা করে তারা দেখেছেন যে ব্রেন কম্পিউটারের ব্যবহার করে কোনো চিন্তা ইনকোড করে তা স্ক্রীনের পর্দায় ডিকোড করতে পারছে । আর এই পদ্ধতিকেই কাজে লাগিয়ে ফেসবুক আনতে চলেছে নতুন একটি টেকনোলজি। যার মাধ্যমে আপনি যা ভাবছেন সেটাই লিখে ফেলতে পারবে আপনার হাতের যন্ত্রটি।

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সম্প্রতি জানা যাচ্ছে ক্যালিফোর্নিয়া ও সানফ্রান্সিসকো এর গবেষকদের মিলিত চেষ্টায় চলছে এই কাজ। তবে এটি করতে এখনো বছর খানেক সময় লাগবে বলে জানা গেছে। তবে এটি কতটা কার্যকর হবে সে বিষয়ে এক্ষুনি কোনো সদুত্তর মেলে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২০১৭ সালে কোম্পানির তরফ থেকে আসা এই ফিচারটির কথা জানা গেলেও বাস্তবে যে সেটি সফল হতেও। পারে সেই আসা রেখেছিলেন ফেসবুকের কর্ণধার। আর তাঁর আসা যে মিথ্যে নয় তাই প্রমাণ হতে চলেছে। তবে আর দেরি নয়, কিছু দিনের অপেক্ষা। চলতি বছরের শেষে শুরু হতে চলা নতুন ফিচারের ট্রায়াল ঠিকমতো হলে সাধারণ মানুষের কাছে এসে যাবে এটি এমনই জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!