এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বামফ্রন্ট ত্যাগী তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত! সংস্পর্শে কারা? খুঁজতে ঘুম উড়ছে প্রশাসনের!

বামফ্রন্ট ত্যাগী তৃণমূল বিধায়ক করোনা আক্রান্ত! সংস্পর্শে কারা? খুঁজতে ঘুম উড়ছে প্রশাসনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন গাজোলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস। যেহেতু করোনা ভাইরাস দ্রুত সংক্রমিত হচ্ছে, সেহেতু সাম্প্রতিককালে এই তৃণমূল বিধায়কের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, এখন সেই দিকটি খতিয়ে দেখছে প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি এই তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস রাখি বন্ধন উৎসব এবং দলের যুব সংগঠনের একটি সেমিনারে অংশ নিয়েছিলেন। যেখানে পাঁচশোর বেশি তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

স্বাভাবিকভাবেই এই তৃণমূল বিধায়কের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, এখন তা নিঃসন্দেহে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। এমনিতেই মালদহ জেলায় করোনা ভাইরাস হু হু করে বাড়ছে, তার মধ্যে যদি বিধায়কের সংস্পর্শে তৃণমূলের অন্যান্য কর্মী-সমর্থকরা আসেন এবং তাদের শরীরেও যদি করোনা ভাইরাস বাসা বাঁধতে শুরু করে, তাহলে জেলার পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, মালদহ জেলায় এই প্রথম তৃণমূলের কোনো বিধায়ক করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকার এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর এবার তৃণমূলের দিপালী বিশ্বাস। ইতিমধ্যেই দিপালী দেবীর স্বামীরও পজেটিভ রিপোর্ট এসেছে। স্বাভাবিক ভাবেই এই দম্পতি কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। তবে সম্প্রতিককালে যেভাবে একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন দিপালীদেবী, তাতে তৃণমূল কর্মী সমর্থকদের অনেকেরই ঘুম ছুটতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিধায়কের সংস্পর্শে যারা এসেছিলেন, এখন তাদের খোঁজ চালাতে শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সংক্রমণ যাতে বৃদ্ধি না হয়, এখন সেটাই প্রধান টার্গেট স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কাছে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার বলেন, “আশা করছি, দ্রুত আমরা করোনাকে জয় করতে পারব। তবে সংক্রমণ যাতে না ছড়ায়, সেজন্য কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। পরবর্তী পজেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত দলীয় কোনো কর্মসূচিতে আমরা অংশ নেব না।” এদিকে করোনা রিপোর্ট পজেটিভ আসামাত্রই সর্তকতা অবলম্বন করতে শুরু করেছেন তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস।

এদিন তিনি বলেন, “স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা চিকিৎসকদের পরামর্শ মত আইসোলেশনে রয়েছি।” বিশেষজ্ঞরা বলছেন, জেলা স্বাস্থ্য দপ্তর যদি এখন তৃণমূল বিধায়কের সংস্পর্শে যে সমস্ত ব্যক্তি এসেছিলেন, তাদের খোঁজ করার প্রক্রিয়া শুরু না করে, তাহলে দ্রুত মালদহ জেলায় সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করবে।

তাই সচেতনতা অবলম্বন করে মালদহ জেলায় সংক্রমণকে রুখতে করোনা আক্রান্ত তৃণমূল বিধায়কের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তাদের খোঁজ করার দিকেই প্রধান টার্গেট রেখেছে জেলা স্বাস্থ্য দপ্তর। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!