এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করল হেভিওয়েট বিজেপি নেতাকে, তীব্র চাপানউতোর উত্তর কলকাতায়

দরজা ভেঙে পুলিশ গ্রেপ্তার করল হেভিওয়েট বিজেপি নেতাকে, তীব্র চাপানউতোর উত্তর কলকাতায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট তৃণমূল এবং বিজেপির মধ্যে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকে চাপানউতোর তুঙ্গে উঠেছে। কখনো তৃণমূল, কখনো বিজেপি একে অপরের দিকে একাধিক অভিযোগ এনেছে। কিন্তু এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠল কলকাতার মুচিপাড়া থানা এলাকা। জানা যাচ্ছে, সম্প্রতি ঐ এলাকায় তৃণমূলের যুব নেতার স্ত্রীকে রাস্তায় বিজেপি বেশ কয়েকজন বিজেপি কর্মী মিলে শ্লীলতাহানি করে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ করা হয়েছে, বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে এই ঘটনা হয়েছে। অন্যদিকে মুচিপাড়া স্থানীয় এসএমবি ক্লাবেও ভাঙচুর চালানো হয়েছে।

এই ঘটনায় আবার বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। কার্যত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে। কিন্তু সজল ঘোষ পুলিশকে চ্যালেঞ্জ করেন। তিনি দরজা বন্ধ অবস্থায় থেকে পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ করে বলেন, তাঁকে গ্রেফতার করতে হলে দরজা ভেঙে গ্রেপ্তার করতে হবে পুলিশকে। তাঁর চ্যালেঞ্জের জবাব দিতে অবশেষে ঘরের দরজা ভেঙে ফেলে এবং বাড়িতে প্রবেশ করে মুচিপাড়া থানার পুলিশ সজল ঘোষকে বাড়ির বাইরে নিয়ে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে থানার বাইরে চলছে তৃণমূলের প্রবল বিক্ষোভ। সজল ঘোষ জানিয়েছেন, বিনা অপরাধে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যায় ভাবে তাঁর বাড়ির দরজা ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের চক্রান্ত করে তাকে ফাঁসাচ্ছে। তিনি আরো অভিযোগ করেছেন, এলাকায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে তৃণমূলের লোকজন। তাঁকে বিনা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মুচিপাড়া থানা এলাকায় প্রবল উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কার্যত এক সময় কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন প্রদীপ ঘোষ।

যিনি পরবর্তীতে রাজনৈতিক শিবির বদলে তৃণমূলে এসেছিলেন। তাঁর সাথে তার পুত্র সজল ঘোষও তৃণমূলে এসেছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে বাবা এবং ছেলে দুজনেই গেরুয়া শিবিরের রাস্তা ধরেন। উত্তর কলকাতায় সজল ঘোষ একটি পরিচিত নাম। বিভিন্ন প্রকার পুজো এবং বিভিন্ন সামাজিক কাজের জন্য তিনি উত্তর কলকাতায় যথেষ্ট পরিচিত। এই অবস্থায় তাঁর গ্রেপ্তারি যে তীব্র অস্বস্তি তৈরি করল, তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!