এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনে অশান্তি নিয়ে ঐতিহাসিক রায়, কি নিদান সুপ্রিম কোর্টের! জেনে নিন!

নির্বাচনে অশান্তি নিয়ে ঐতিহাসিক রায়, কি নিদান সুপ্রিম কোর্টের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচনের সময় অশান্তি হয় বলে মাঝেমধ্যেই অভিযোগ করতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলোকে। এক্ষেত্রে নির্বাচন গণতন্ত্রের উৎসব। কিন্তু সেই উৎসব মাঝেমধ্যেই কান্নার কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সময় বুথ দখল থেকে শুরু করে সাধারণ মানুষকে ভোটদান করতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে এবার দীর্ঘদিন ধরে পড়ে থাকা সেই রকমই একটি মামলার রায় দিতে দেখা গেল দেশের শীর্ষ আদালতকে। এক্ষেত্রে বুথের বাইরে যদি কোনো অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে, তাহলে সেই ব্যক্তিকে ছয় মাসের জেল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আর শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানাতে শুরু করেছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 32 বছর আগের একটি মামলার পরিপ্রেক্ষিতে এদিন রায়দান করতে দেখা যায় দেশের শীর্ষ আদালতকে। যেখানে বিহারে সাধারণ নির্বাচনের সময় বুথের বাইরে অশান্তি নিয়ে একটি মামলা দায়ের হয়। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই এদিন তাৎপর্যপূর্ণ রায় দিতে দেখা যায় দেশের শীর্ষ আদালতকে। দুই বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বুথের বাইরে হুজ্জতি শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ছয় মাসের জেল আইনিভাবে সঠিক সিদ্ধান্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, এতদিন ভোটের মধ্যে বুথের ভেতরে গন্ডগোল হলে যে কড়া শাস্তির বিধান আছে, তা সকলের কাছে স্পষ্ট হয়েছিল। কিন্তু বুথের বাইরে অনেক ক্ষেত্রেই গন্ডগোলের কারণে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তাই নির্বাচন প্রক্রিয়াকে সু-সম্পন্নভাবে সমাপ্ত করতে সেই বুথের বাইরের অশান্তির পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন একাংশ। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের মতে, নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের রায় স্বাগত জানানোর মত। কেননা পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্য আছে, যেখানে নির্বাচনের সময়ে নানা অশান্তির ঘটনা ঘটে। তাই সেই অশান্তিকে বন্ধ করতে দেশের শীর্ষ আদালতের রায় অত্যন্ত গ্রহণযোগ্য। এক্ষেত্রে নির্বাচনের সময় বুথের বাইরের অশান্তি বন্ধতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে শাস্তির বিধান দিয়ে এই ধরনের রায়ে দুস্কৃতিকারীরা অনেকটাই সচেতন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!