এখন পড়ছেন
হোম > রাজ্য > রেশনের সঙ্গে আধারের যোগে বড় পদক্ষেপ রাজ্যের, জেনে নিন!

রেশনের সঙ্গে আধারের যোগে বড় পদক্ষেপ রাজ্যের, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের নির্দেশ অনেকদিন আগেই দেওয়া হয়েছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়নি। অনেক মানুষ নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যোগ করতে পারেননি। তবে সাধারণ মানুষের সেই অসুবিধাকে দূর করতে এবং এই কাজে গতি আনতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্যের খাদ্য দপ্তর। যেখানে একটি ই-কেওয়াইসি ব্যবস্থা চালু করা হয়েছে। মূলত, এই উদ্যোগের মধ্যে দিয়ে খুব দ্রুত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্ভব হবে বলেই মনে করছে রাজ্য সরকার।

সূত্রের খবর, এদিন রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, যাদের এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়নি, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রে চলতি মাস এবং আগামী মাসে সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি রেশন দোকানেও এই কাজ করা হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি ই- কেওয়াইসি চালু করা হয়েছে। যেখানে রেশন দোকানে গিয়ে আধার কার্ডের সংযুক্তিকরণ করা সম্ভব হবে। যার জেরে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া জটিলতা এবার ধীরে ধীরে মিটতে শুরু করবে বলেই আশাবাদী খাদ্য দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, “এক দেশ এক রেশন কার্ডের” নির্দেশ বহুদিন আগেই দেওয়া হয়েছে। আর তারপর থেকেই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডের সংযুক্তিকরণ জরুরি, সেই ব্যাপারে বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময় এই কাজে ঠিক মত গতি আসতে দেখা যাচ্ছিল না। তবে এবার যাতে সেই কাজ দ্রুত করা সম্ভব হয়, তার জন্য পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হল বড় পদক্ষেপ। স্বভাবতই রাজ্যের প্রতিটি মানুষের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া করতে আর কতদিন সময় লাগে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!