এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফেব্রুয়ারির শুরুতেই বড় সিদ্ধান্ত মমতার, সামনে এলো বিরাট তথ্য! জেনে নিন!

ফেব্রুয়ারির শুরুতেই বড় সিদ্ধান্ত মমতার, সামনে এলো বিরাট তথ্য! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের কারণে সেভাবে সশরীরে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। জেলায় জেলায় গিয়ে রিভিউ মিটিং করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন আবার করোনা ভাইরাস মাথাচাড়া দিয়েছে। তাই এই পরিস্থিতিতে একগুচ্ছ বিধিনিষেধ লাগু করেছে সরকার। তবে ধীরে ধীরে করনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তাই এবার ফেব্রুয়ারি মাসের প্রথমেই এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আগামী 3 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হয়েছে। যেখানে প্রতিটি জেলার জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারদের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত দপ্তরের কর্তাব্যক্তি থেকে শুরু করে উচ্চ পদস্ত আমলারাও সেই বৈঠকে থাকবেন। মূলত, প্রতিটি দপ্তরের কাজের খতিয়ান এই বৈঠক থেকে নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, জেলার উন্নয়নমূলক কাজকর্ম কিভাবে এগোচ্ছে, সেই বিষয়টিও এই বৈঠক থেকেই তদারকি করবেন বাংলার প্রশাসনিক প্রধান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের সংকটজনক মুহূর্তে দীর্ঘদিন ধরে এভাবে সশরীরে বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে এবার কিছুটা হলেও আক্রান্তের সংখ্যা কমতে না কমতেই গোটা রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে বৈঠক করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!