এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের শোকজের মুখে দাঁড়িয়েও এখরোখা মনোভাব তৃণমূল সুপ্রীমোর, আত্মপক্ষ সমর্থনে যুক্তি

কমিশনের শোকজের মুখে দাঁড়িয়েও এখরোখা মনোভাব তৃণমূল সুপ্রীমোর, আত্মপক্ষ সমর্থনে যুক্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে নির্বাচনী প্রচার। আর এই প্রচারপর্বেই রাজনৈতিক চাপানউতোর বৃদ্ধি পাচ্ছে। আর তার সাথে ক্রমাগত বেড়ে চলেছে বিতর্ক। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই বিতর্কিত মন্তব্যের কারণে শুরু হয়েছে নতুন গুঞ্জন। নির্বাচন কমিশনের কোপে পড়েছেন তৃণমূল নেত্রী। সম্প্রতি তৃণমূল নেত্রীর কোন একটি বিশেষ সম্প্রদায়কে ভোট ভাবনা করার আবেদনকে নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে। বিজেপি শিবিরের নালিশের কারণে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তৃণমূল নেত্রীকে শোকজ করেছে বলে জানা গিয়েছে। কিন্তু তার মধ্যেই দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার কমিশনের শোকজের মুখোমুখি হলেন।

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সিআরপিএফ ঘেরাও করার নির্দেশ দেন মহিলাদের। আর তাই নিয়েই গড়িয়েছে বহুদূর বিতর্কের জল। অন্যদিকে কমিশনের নোটিশ পাওয়া সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য থেকে একবিন্দুও সড়লেন না বরং পাল্টা শুক্রবার জামালপুরের সভা থেকে আবারও কেন্দ্রীয় জওয়ানদের করেছেন পাল্টা কটাক্ষ। একইসাথে কমিশনকেও একহাত নিয়েছেন তিনি। রাজ্যের চতুর্থ দফার ভোট মিটলেও আরো হাতে রয়েছে বাকি চার দফার ভোট। সেই সূত্রে জোরকদমে প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। শুক্রবার বর্ধমানের জামালপুরে সভা ছিল তৃণমূলের। আর সেখানে প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুরু থেকেই তিনি বিজেপির নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে একই সাথে তুলনা করেন মমতা ব্যানার্জ্জী। নিজের অবস্থানে অনড় থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী গেরুয়া শিবিরের হয়ে কাজ করছে এবং যতক্ষণ সেটা হবে ততক্ষণ তিনি যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কথা বলবেন সে ব্যাপারে নিশ্চিত করেছেন। পাশাপাশি কমিশনকেও এদিন একহাত নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহ বিভিন্ন রকম আপত্তিকর কথা বললেও নির্বাচনী বিধি ভঙ্গ হয়না। কিন্তু তিনি যদি কিছু বলেন, তাহলেই নির্বাচনী বিধি ভঙ্গ হতে বিন্দুমাত্র সময় লাগে না।

অন্যদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাত আছে এই নিয়ে দীর্ঘদিন যাবত তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এদিনের সভা থেকে বিজেপি যে রাজ্য জুড়ে হিংসা ছড়াচ্ছে সে অভিযোগও করেন তৃণমূল নেত্রী এবং একই সাথে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ভোট পাবেনা এবং আবারো সরকার গড়বে তৃণমূল বলে। নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু তৃণমূল নেত্রীর চাপানউতোর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে, তাহলে যে বড় বিপর্যয়ের মুখে পড়বে তৃণমূল শিবির, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। আপাতত দেখার নির্বাচন কমিশন তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে পাল্টা কি পদক্ষেপ গ্রহণ করে!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!