এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের উত্তপ্ত ক্যানিং, ভেড়ি দখলকে কেন্দ্র করে পিটিয়ে খুন! চাঞ্চল্য এলাকায়!

ফের উত্তপ্ত ক্যানিং, ভেড়ি দখলকে কেন্দ্র করে পিটিয়ে খুন! চাঞ্চল্য এলাকায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট পরবর্তী সন্ত্রাসে রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। যার মধ্যে অন্যতম ক্যানিং এলাকা। এখানে সারা বছর এমনিতেই তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের উপর হামলা চলে বলে অভিযোগ। ভোটের পরে তার প্রবণতা আরও বেড়েছে। আর এই পরিস্থিতিতে এবার ভেড়ি দখলকে কেন্দ্র করে সেই ক্যানিংয়ের জিবনতলা এলাকায় পিটিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে।

সূত্রের খবর, গতকাল ক্যানিংয়ের জীবনতলা এলাকায় একটি ভয়াবহ ঘটনা ঘটে। যেখানে দুটি পরিবারের মধ্যে ভেরি দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। আর তারপরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়। যে ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই কেন বারবার ক্যানিং এবং জীবনতলা এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, কেন মানুষকে প্রাণ হারাতে হচ্ছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!