এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের

বাংলায় এবার রামনবমী পালনের সময় অস্ত্র মিছিল হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য বিজেপি আগেই জানিয়ে রেখেছিল, সেই হুঁশিয়ারির পরোয়া করে না তারা, রামনবমীতে অস্ত্র মিছিল হবেই। আর সেইমত, গতকাল রামনবমী উপলক্ষে বীরভূমে বিজেপি যে অস্ত্র মিছিল করে তাতে একেবারে সামনে থেকে নেতৃত্ত্ব দেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। আর তাই খোলা অস্ত্র নিয়ে মিছিলের জেরে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করল বীরভূম জেলা পুলিশ। রামপুরহাটে হাতে ত্রিশূল নিয়ে মিছিল করাই নয়, তাঁর মিছিলে বহিরাগতরাও ছিল বলে পুলিশের অভিযোগ। ফলে, আইন অমান্য করার জন্য তাঁর নামে পুলিশের পক্ষ থেকে এফআইআর করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!