এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা জুড়ে “সবুজের অভিযান” করতে বদ্ধপরিকর ফিরহাদ হাকিম, নিলেন বড়সড় অঙ্গীকার

কলকাতা জুড়ে “সবুজের অভিযান” করতে বদ্ধপরিকর ফিরহাদ হাকিম, নিলেন বড়সড় অঙ্গীকার


মানব জীবনে বেঁচে থাকার অন্যতম অঙ্গ হচ্ছে সবুজ। বারবার সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ করার বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান। যে ঝড়ের দাপটে অনেক বৃক্ষ রাস্তায় আছড়ে পড়েছে। ক্ষতি হয়েছে প্রচুর মূল্যবান গাছের। জানা গেছে, ইতিমধ্যেই কলকাতা শহরে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ধাক্কায় প্রায় সাড়ে 15 হাজার গাছ নষ্ট হয়ে গিয়েছে।

আর পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে গাছের ভূমিকা যে অপরিহার্য, তা জানেন প্রত্যেকেই। তাই ভয়াবহ ঘূর্ণিঝড়ে একের পর এক গাছ নষ্ট হয়ে যাওয়ায় প্রকৃতির রোষানল সহ্য করতে হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। আর এই পরিস্থিতিতে এবার সবুজ রক্ষা করতে নয়া উদ্যোগ নিল কলকাতা পৌরসভা। কিভাবে আবার গাছ লাগিয়ে গোটা কলকাতার সবুজায়ন করা যায়, তার জন্য বৈঠক করলেন কলকাতা পৌরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, শনিবার কলকাতা পৌরসভায় এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, কেএমডিএ, পরিবেশ দপ্তর এবং বেশ কয়েকজন বিশেষজ্ঞরা। আর সেখানেই কলকাতায় সবুজায়ন করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে কমিটি কোথায় কত গাছ লাগাতে হবে এবং কিভাবে সবুজায়ন করতে হবে তা ঠিক করবে বলে খবর। আর ভয়াবহ দুর্যোগের পর একের পর এক গাছ ধ্বংস হয়ে যাওয়ায়, এবার সবুজায়ন করতে কলকাতা পৌরসভার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হল, তাতে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরা।

ইতিমধ্যেই ফিরহাদ হাকিম রবীন্দ্র সরোবরে গিয়ে বিশেষজ্ঞ এবং একটি বিশেষ সংস্থার সাহায্যে কিছু ভেঙে পড়া গাছের রিপ্ল্যান্টেশন কাজের সূচনা করেছেন। এদিন এই ব্যাপারে পৌরসভায় বিশেষজ্ঞদের সাথে বৈঠকের পর সবুজায়ন প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “বনদপ্তর, কেএমডিএ, পরিবেশ দপ্তর, কলকাতা পৌরসভা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “ওই কমিটির কোন গাছ রাস্তার পাশে রোপণ করলে সহজে ঝড়ে উল্টে যাবে না এবং একই সঙ্গে কোন কোন গাছ লাগানো হলে বাতাসে দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। গাছ ভেঙে পড়া ফাঁকা জায়গাগুলিকে সবুজায়নের জন্যই ব্যবহার করা হবে।” সব মিলিয়ে ঝড়ে ভেঙে পড়া গাছের জন্য যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়, তার জন্য কলকাতা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!