এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ ফিরহাদ হাকিমের ‘নিজের ওয়ার্ডের’ কাউন্সিলরের, মেয়রের আসন নিয়ে জল্পনা শুরু

শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ ফিরহাদ হাকিমের ‘নিজের ওয়ার্ডের’ কাউন্সিলরের, মেয়রের আসন নিয়ে জল্পনা শুরু


অবশেষে হয়ত এবার কিছুটা হলেও জটিলতা কাটলো কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের। কাউন্সিলার না হয়েও মেয়র পদে বসলে ঠিক কলকাতা পৌরসভার কোন ওয়ার্ড থেকে ফিরহাদ হাকিমকে প্রার্থী করে জিতিয়ে আনা হবে তা নিয়ে ধন্দে ছিলেন শাসক দল। অবশেষে শাসকের অন্দরের সেই ধন্ধ কাটতে শুরু করল। সূত্রের খবর, গতকাল কলকাতা পৌরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিলেন 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রণব বিশ্বাস।

আর প্রণববাবুর এই পদত্যাগপত্র জমা দেওয়ার পরই বিভিন্ন মহলে জল্পনা সৃষ্টি হয়েছে যে, তাহলে ফিরহাদ হাকিমকে শেষ পর্যন্ত এই ওয়ার্ডেই দাঁড় করিয়ে কাউন্সিলার করবে শাসকদল? প্রসঙ্গত উল্লেখ্য, কাউন্সিলার না হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমকে কলকাতা পৌরসভার মেয়র পদে বসাতে পুরো আইনে একটি সংশোধনী আনে রাজ্য। যেখানে বলা হয় যে, যিনি মেয়র হবেন তাকে ছয় মাসের মধ্যে কোনো ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আসতে হবে।

তবে কোনো ওয়ার্ড শূন্য না থাকায় ঠিক কোনখান থেকে ফিরহাদ হাকিমকে কাউন্সিলর হিসেবে জিতিয়ে আনা হবে তা নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিল তৃণমূল। এমনকি দল চাইলে তিনি তার কাউন্সিলার পদ ছেড়ে দিয়ে ফিরহাদ হাকিমকে সেই ওয়ার্ড থেকে নির্বাচিত করার জন্য সাহায্য করতে পারেন বলেও মন্তব্য করেছিলেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

কিন্তু অবশেষে একদা প্রিয় কাননের ক্ষমতা খর্ব করার পক্ষে সায় দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই তো এবার 82 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় সেখান থেকেই নতুন মেয়র ফিরহাদ হাকিমের নির্বাচনে লড়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বিশেষ সূত্রে জানা গেছে, এই 82 নম্বর ওয়ার্ড ফিরহাদ হাকিমের নিজস্ব ওয়ার্ড বলেই পরিচিত। মন্ত্রী হওয়ার আগে এখান থেকেই তিনি একাধিকবার কাউন্সিলর হয়েছেন বলে খবর। এদিকে এদিন কলকাতা পৌরসভার চেয়ারপার্সন মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেই 82 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার প্রণব বিশ্বাস বলেন, “আমার এখন 74 বছর বয়স। ব্যক্তিগত এবং শারীরিক কারণেই পদত্যাগ করেছি।”

অন্যদিকে এই ব্যাপারে চেয়ারপার্সন মালা রায় বলেন, “শারীরিক কারণে আর কাউন্সিলর হিসেবে কাজ করতে চাইছেন না বলে তিনি অনেকদিন আগেই জানিয়েছিলেন। তাই এদিন প্রণববাবু পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা তা গ্রহণ করেছি।” তবে সমালোচকদের মতে, শারীরিক কারনটা একটা উপলক্ষ মাত্র। আসলে নতুন মেয়র ফিরহাদ হাকিমকে এই ওয়ার্ড থেকে দাঁড় করিয়ে কাউন্সিলর হিসেবে জিতিয়ে আনতেই এখানকার কাউন্সিলরকে পদত্যাগ করতে হল।

এদিকে কলকাতা পৌরসভার আগের মেয়র শোভন চট্টোপাধ্যায়ের অফিস খোলা থাকলেও শনিবার খুব একটা সেই অফিসের কাজ কর্ম করতেন না। কিন্তু নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে এবার শনিবারও নিজের সমস্ত কাজকর্ম সারলেন ফিরহাদ হাকিম।

শুধু ফিরহাদ হাকিম নয়, এদিন কলকাতা পৌরসভার অফিসে কাজ করতে দেখা গেছে ডেপুটি মেয়র অতীন ঘোষকেও। তবে মেয়র এবং ডেপুটি মেয়রের পথে হেটে এখন কলকাতা পৌরসভার বাকি মেয়র পারিষদেরাও শনিবার এই পৌরসভাকে কর্মচঞ্চল করে রাখেন কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!