এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ফুটবল প্রেমের হাত ধরে এবার বাঁকুড়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড়সড় পরিকল্পনা হেভিওয়েট মন্ত্রীর

ফুটবল প্রেমের হাত ধরে এবার বাঁকুড়ায় ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড়সড় পরিকল্পনা হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় তৃণমূলের ফলাফল খুব একটা ভাল হয়নি। আর তারপর থেকেই সংগঠনকে পুনরুদ্ধার করতে উদ্যোগী হয়েছে শাসক দল। আগামী বিধানসভা নির্বাচনের আগে এখন উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। জানা যায়, দীর্ঘদিন ধরেই বাঁকুড়ার জয়পুরের কুচিয়াকোল পঞ্চায়েত এলাকায় স্থানীয়দের তরফ একটি স্টেডিয়াম তৈরির দাবি জানানো হয়েছিল। অবশেষে এবার সেই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করা হল‌।

সূত্রের খবর, শুক্রবার ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে নির্মীয়মান স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। প্রসঙ্গত উল্লেখ্য, তিনটি গ্যালারি নিয়ে তৈরি করা হবে স্টেডিয়াম। মাঠের চারদিকে লোহার বেড়া দিয়ে তাকে ঘিরে দেওয়া হবে। ইতিমধ্যেই এই স্টেডিয়াম তৈরীর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 37 লক্ষ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ক্রীড়ামোদী মানুষদের কাছে এটা সত্যি বড় পাওনা। যেভাবে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকায় একটি স্টেডিয়ামের দাবি করে আসছিলেন, তাতে তা নির্মিত হওয়া শুরু হতেই এখন মানুষের মধ্যে আশার আলো তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন স্টেডিয়াম পরিদর্শন করে কোতুলপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, “গ্রামীণ এলাকায় ফুটবল বেশ জনপ্রিয়। এক একটি খেলায় 15 থেকে 20 হাজার দর্শক ভিড় করেন। কিন্তু বসে খেলা দেখার উপায় ছিল না। তাই জয়পুর পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। কোতুলপুর বিধানসভা এলাকায় এই ধরনের স্টেডিয়াম এই প্রথম।”

এদিকে এলাকার ছেলে মেয়েদের কথা ভেবেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বিডিও বিট্টু ভৌমিক। একাংশের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে এই পঞ্চায়েত এলাকার মানুষদের দাবি অনুযায়ী সেখানে স্টেডিয়াম নির্মাণ করে শ্যামল সাঁতরা নিজের ঘাঁটিকে আরও শক্তিশালী করতে চাইছেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে তিনি যেমন ক্রীড়ামোদী জনসাধারণের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন, ঠিক তেমনই নিজের ভোটব্যাংকে আরও শক্তিশালী করার চেষ্টা করলেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!