এখন পড়ছেন
হোম > জাতীয় >  “ভারত” বিরোধী মমতা! নিজেই দিলেন বড়সড় প্রমান, আলোড়ন রাজ্যে!

 “ভারত” বিরোধী মমতা! নিজেই দিলেন বড়সড় প্রমান, আলোড়ন রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবার কি “ভারত” নামেও আপত্তি তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার দেশের নাম বদল করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে জি-টুয়েন্টি সম্মেলনের জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে “প্রেসিডেন্ট অফ ভারত” শব্দটি লেখা রয়েছে। যেখানে ইংরেজিতে দেশের নামে “ইন্ডিয়া” শব্দ ব্যবহার করা হয়, সেখানে “ভারত” শব্দ ব্যবহার করার কারণে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। আর তা নিয়েই এবার সোচ্চার হতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেন, “শুনলাম দেশের নামও নাকি বদল করা হবে! সব বদল করে দিচ্ছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে জি-টুয়েন্টি সম্মেলনে নৈশভোজের জন্য যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে লেখা রয়েছে “ভারত”। আমরা তো ইংরেজিতে ‘ইন্ডিয়া’ বলি, হিন্দিতে ‘ভারত’ বলি, বাংলাতে ‘ভারত’ বলি তাহলে আপত্তি কেন! কেন সবকিছু বদল করে দেওয়া হবে!” আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়েই এখন প্রশ্ন ছুড়ে দিয়েছে বিরোধীরা। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করতেও শুরু করেছেন।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী যে ভারত বিরোধী, তার প্রমাণ তিনি নিজেই দিয়ে দিলেন। ভারত নামের সঙ্গে তার এত অ্যালার্জি কেন? কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু চিঠিতে ‘ভারত’ লেখা থাকলে কেন তা নিয়ে প্রশ্ন তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়! সেখানে তো দেশের নামই উল্লেখ রয়েছে। অনেকে বলছেন, রাজনীতি করতে গিয়ে সর্বস্ব ভুলতে বসেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি বিরোধীতাকে তিনি এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে, এখন দেশের নামে সমর্থন না করে আপত্তি জানিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও কটাক্ষ বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, আগামী পাঁচ দিনের জন্য বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। হয়তো সেখানেই এই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে “ভারত” নামে তেমন ভাবে কারো আপত্তি না থাকারই কথা। কিন্তু সেই ব্যাপারে কেন হঠাৎ করে গাত্রদাহ হচ্ছে বিরোধী জোট ইন্ডিয়াতে থাকা নেতা-নেত্রীদের! সেটাই এখন মূল প্রশ্নের কারণ। অনেকে আবার বলছেন, ইন্ডিয়া জোটের নাম দিয়ে দেশের বিরুদ্ধে বিজেপি এই প্রচার করতে শুরু করেছিল বিরোধী নেতা নেত্রীরা। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার বিরোধীদের মাস্টারস্ট্রোক দিয়ে দেশের নাম “ভারত” করে আমন্ত্রণ পত্র পাঠাতেই চাপে পড়ে গিয়েছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!