এখন পড়ছেন
হোম > অন্যান্য > ফুটবলারের বেতন না দিয়ে গভীর সমস্যায় ইস্টবেঙ্গল? ফেডারেশনের নিয়মে বড়সড় বিপাকে লাল-হলুদ?

ফুটবলারের বেতন না দিয়ে গভীর সমস্যায় ইস্টবেঙ্গল? ফেডারেশনের নিয়মে বড়সড় বিপাকে লাল-হলুদ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোয়েসের সঙ্গে আগেই সম্পর্ক ভেঙেছে ইস্টবেঙ্গলের, নতুন বিনিয়োগকারী সংস্থার খোঁজে ক্লাব কর্তারা হন্যে হয়ে রয়েছেন এমনটাই শোনা গেছিল। যাতে আগের এই ভুলের মাশুল যেন আবার না দিতে হয় তাদের সেই দিকেই নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছিল। এরই মধ্যে নতুন করে ফুটবল লীগ শুরু হওয়ার খবর নিয়েও বেশ খুশিতে ফুটবলপ্রেমীরা। তবে আবারও ইস্টবেঙ্গলের মাথায় সমস্যার মেঘ কালো করে এসেছে বলেই জানা গেছে। তবে এবার ইনভেস্টর নিয়ে নয়, সমস্যা অন্যখানে।

সম্প্রতি ইস্টবেঙ্গলকে গত মরশুমের সাতজন ফুটবলারের বেতন বাকি থাকা সংক্রান্ত চিঠি পাঠাল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। যার উত্তর ইস্টবেঙ্গলকে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে ফেডারেশনের কাছে। একে আই লিগের ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন ক্লাব কর্তারা, তার মধ্যে এই নতুন বিপদ যেন শিরে সংক্রান্তি হয়ে এসেছে বলেই মনে করছেন অনেকে।

প্রথমে দলের ওই সাতজন ফুটবলার নাকি মেল করেছিলেন কোয়েস কর্তাদের। তবে কোয়েসের তরফ থেকে তাদের নাকি জানিয়ে দেওয়া হয়, ফুটবলারদের যাবতীয় সমস্যা এখন থেকে জানাতে হবে ইস্টবেঙ্গলকে। এর মধ্যে দুটি বিষয় হল —  ১) ইস্টবেঙ্গলকে এনওসি দেওয়ার সময় কোয়েসের পক্ষ থেকে শর্ত ছিল যে ইস্টবেঙ্গলকে লিখিত দিতে হবে যে তারা কোয়েসের যাবতীয় দায়বদ্ধতা নেবে।

২) লাইসেন্সিং প্রক্রিয়াতেও গত মরশুমের ফুটবলারদের বকেয়া তারাই মেটাবে বলে ফেডারেশনকে মুচলেকা দিয়ে ইস্টবেঙ্গল জানিয়েছিল বলে জানা গেছে। এরপর যখন ঐ ফুটবলাররা ক্লাব কর্তাদের কাছে যান তখন প্রথমে তারা জানান যে, চুক্তিমতো পরের মরশুমেও তাঁদের রেখে দিতে রাজি আছে ক্লাব। তবে সেক্ষেত্রে চুক্তির অঙ্ক অর্ধেক করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রস্তাবে রাজি না হয়েই এরপর ফেডারেশনের শরণাপন্ন হন তাঁরা। আর তাতেই ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চিঠি যায় ইস্টবেঙ্গল কর্তাদের কাছে। যার উত্তর ইস্টবেঙ্গলকে দিতে হবে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এর উপর রয়েছে আই লিগের খেলা। সব মিলিয়ে কোয়েস যে ভালো মত সমস্যায় ফেলেছে তাদের তা বেশ ভালই টের পাচ্ছেন ক্লাব কর্তারা।

এদের মধ্যে রয়েছেন কোলাডো, কার্লোস, রক্ষিত দাগার, পিন্টু মাহাতো, অভিষেক আম্বেকর, আভাস থাপা, হাওকিপের মত সাত ফুটবলার। এরা প্রথমে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দেন। এফপিএআই সেই চিঠি পাঠিয়ে দেয় ফেডারেশনের কাছে। এদের সবার ক্ষেত্রেই যে টাকা বাকির সমস্যা রয়েছে তা নয়।

এদের মধ্যে রক্ষিত দাগার এবং আভাস থাপা দাবি করেন যে, গত মরশুমের এক মাসের বেতন তাঁরা পাননি। তবে বাকি পাঁচ ফুটবলারের দাবি, তাঁদের সঙ্গে ইস্টবেঙ্গলের আরও এক মরশুমের চুক্তি রয়েছে। সেই চুক্তি ইস্টবেঙ্গলকে মান্যতা দিতে হবে। তাই তারা এমন কাজ করেছেন। তবে আপাতত ক্লাব শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে আসে সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!