এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদের বাদল অধিবেশনের আগে রাজ্যসভায় বিজেপির চাঞ্চল্যকর পরিবর্তন, বাড়ছে জল্পনা

সংসদের বাদল অধিবেশনের আগে রাজ্যসভায় বিজেপির চাঞ্চল্যকর পরিবর্তন, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টয়ার কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কার্যত এবার বাদল অধিবেশন ঘিরে টানটান উত্তেজনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধীরা ইতিমধ্যেই মোদি সরকারকে বিভিন্ন ইস্যুতে কোণঠাসা করার সবরকম পরিকল্পনা নিয়েছে। এই অবস্থায় রাজ্যসভায় বিজেপি নেতা হিসেবে পীযূষ গোয়েলকে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। এতদিন পর্যন্ত পীযূষ গোয়েল রাজ্যসভার ডেপুটি লিডার ছিলেন। সংসদের বাদল অধিবেশনের আগে তাঁকে এই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা হল, যা অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই মন্ত্রীসভা সম্প্রসারণের হাত ধরে পীযূষ গোয়েলকে দেওয়া হয়েছে বয়ন মন্ত্রকের দায়িত্বে।

যে দায়িত্ব আগে ছিল স্মৃতি ইরানির হাতে। স্মৃতি ইরানিকে এখন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পীযূষ গোয়েল আগে রেল মন্ত্রকের দায়িত্বে ছিলেন। এখন সেখানে গেছেন অশ্বিনী বৈষ্ণ, যিনি উড়িষ্যা থেকে প্রথমবার রাজ্যসভায় এসেছেন। পীযূষ গোয়েল একসময়ের বাণিজ্য ও শিল্প ক্রেতা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এহেন পীযূষ গোয়েলকে রাজ্যসভায় নিয়ে আসা গেরুয়া শিবিরের অন্যতম মাষ্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে সংসদের অধিবেশন শুরুর আগে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর বাড়িতে বিজেপির শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। বুধবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব সম্ভবত, এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। জানা যায়, মঙ্গলবার বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দর যাদব, মুখতার আব্বাস নাকভি উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীদের মধ্যে অর্জুনরাম মেঘওয়াল এবং ভি মু্রলিধরন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কার্যত সংসদের অধিবেশনে দলের অবস্থান কি হতে চলেছে বা এবার দলের নতুন কি কৌশল হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস নেতা পি চিদাম্বরম ইতিমধ্যেই জানিয়েছেন, সরকারের ভুল নীতির জন্যই জিনিসপত্রের দাম আজকে অগ্নিমূল্য।

বাদল অধিবেশনের পরিকল্পনা ঠিক করতে বিরোধীদের বৈঠক সম্ভবত চলতি সপ্তাহের শেষে হতে চলেছে বলা জানা যাচ্ছে। পি চিদাম্বরম দাবি তুলেছেন, তেলের ওপর কেন্দ্রীয় সরকার যদি আমদানি শুল্ক কমায়, তাহলে জিনিসপত্র সস্তা হবে। সবমিলিয়ে সংসদের অধিবেশন ঘিরেই এখন জাতীয় রাজনীতিতে ব্যাপক কৌতূহল দানা বেঁধেছে। এবারের অধিবেশনে কোন বিতর্ক মাথাচাড়া দিতে চলেছে, সেদিকে কড়া নজর রাখবে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!