এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে মানুষের মন পেতে নতুন পদক্ষেপ তৃণমূলের? কতদূর সফল হবে জল্পনা তুঙ্গে!

ভোটের মুখে মানুষের মন পেতে নতুন পদক্ষেপ তৃণমূলের? কতদূর সফল হবে জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল জোর দিয়েছে জনসংযোগে। সেক্ষেত্রে তৃণমূল শিবিরের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন কর্মসূচি তৃণমূল শিবিরের প্রচারে যথেষ্ট সাহায্য করছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে হয়ে গিয়েছে ‘দিদিকে বল’ কর্মসূচি। পাশাপাশি ‘দুয়ারে সরকার’, ‘স্বাস্থ্য সাথী’ প্রমুখ। তবে এবার বাংলার জনগণকে পাশে পেতে তৃণমূলের পক্ষ থেকে শুরু হল ডিজিটালি পদক্ষেপ। জানা গিয়েছে, জনসংযোগের উদ্দেশ্যে এবার তৃণমূল শুরু করল ‘দিদির দূত’ অ্যাপ। এবং তৃণমূল শিবিরের দাবি,গত 8 দিনে লক্ষাধিক মানুষ এই অ্যাপটি নিজেদের ফোনে ডাউনলোড করেছেন।

যথারীতি অ্যাপের হাত ধরে তৃণমূল শিবির আবারও দারুণ সাফল্য অর্জন করল বলে দাবী রাজনৈতিক মহলের একাংশের। আর এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘দিদির দূত’ এর নামে একটি গাড়ির উদ্বোধন করলেন। আর সেই গাড়িতে করেই আজ সোনারপুর উত্তর এবং দক্ষিণে বিশাল রোড শো করে প্রচার চালালেন। জানা গিয়েছে শাসক দলের নেতারা এবার থেকে দিদির দুধ নামক গাড়িতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবেন এবং জনসংযোগ করবেন। তৃণমূল শিবিরের দাবী, ‘দিদির দূত’ নামক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, নেত্রীকে সরাসরি দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি কাজ, প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি চিন্তাভাবনার সঙ্গে রাজ্যের সাধারণ মানুষ যুক্ত হতে পারবেন। যারা এই অ্যাপটি ডাউনলোড করবেন, তাঁরা নিজেদের মতামতও পৌঁছে দিতে পারবেন তৃণমূল নেত্রীকে। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, গত 4 থেকে 12 ই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রায় এক লক্ষের বেশি মানুষ নিজেদের ফোনে ডাউনলোড করেছেন এই অ্যাপ। শুধু তাই নয়, বলা হচ্ছে- যদি কেউ দিদির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে তাঁর বার্তা রাজ্যবাসীর কাছে পৌঁছাতে চান, তাহলেও এই অ্যাপের মাধ্যমে দিদির দূত হতে পারবেন।

খুব সহজ উপায়ে এটি ডাউনলোড করা যাবে বলে জানা গিয়েছে। প্লে স্টোর এর পাশাপাশি ‘দিদির দূত’ নামক গাড়ির গায়ে থাকা কিউআর কোডটি স্ক্যান করলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন জিততে মরিয়া রাজ্যের প্রত্যেকটি দল। সেক্ষেত্রে সামনে এসেছে তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইতে মানুষকে পাশে পেতে জোরদার প্রচেষ্টা তৃণমূল এবং বিজেপির। যথারীতি তৃণমূল জনসংযোগের দিক থেকে কিছুটা এগিয়ে আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার তৃণমূলকে টেক্কা দিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!