এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গঙ্গার পাড় ভাঙন রুখতে বড় পদক্ষেপ রাজ্যের ! নবান্নের তৎপড়তায় স্বস্তিতে এলাকাবাসী !

গঙ্গার পাড় ভাঙন রুখতে বড় পদক্ষেপ রাজ্যের ! নবান্নের তৎপড়তায় স্বস্তিতে এলাকাবাসী !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্ষার মরশুমে নদীবাহিত এলাকার প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় নদীর পাড় ভাঙ্গন নিয়ে যার ফলে নদীবাহিত এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই সময় দেখা যায় চাঞ্ছল্যকর পরিস্থিতি। সাধারণত বর্ষার সময় নদীর জলস্রোত অনেকটাই বেড়ে যাওয়ার ফলে পাড় ভাঙতে শুরু করায় নদীর পার্শ্ববর্তী গ্রাম এলাকার চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আশে । আর এবার খবরের শিরোনামে এল মালদা জেলার মানিকচক এলাকায় নদীর পাড় ভাঙ্গন।

দীর্ঘ দিনের আগের পাথরের দেওয়া পাথরের বাঁধনও গঙ্গার দুর্বার স্রোতের মুখে পড়ে কার্যত খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্রমাগত ভাঙনে বাঁধের কাছে এসে পৌঁছেছে নদী কাজেই পাথর দিয়ে বাঁধানো এলাকা ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে।এমনকি ঘরছাড়া হয়েছেন মানিকচক ব্লকের নারায়নপুর এলাকার বেশকিছু পরিবারের লোকজন । 

অবশেষে মালদা জেলার মন্ত্রী সাবিনা ইয়াস্মিন ও মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নজরে আনতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় রাজ্য। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে এই নদী পাড় ভাঙ্গন রুখতে তড়িঘড়ি পদক্ষেপ নিয়ে রাজ্যের তরফ থেকে প্রায় ৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার ফলে এদিন মালদা জেলা শাসক নিমিতির সিনহা জানিয়েছেন বিষয়টি নিয়ে এগিয়ে এসেছে রাজ্য সরকার।বর্ষায় গঙ্গার ভাঙন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই সেই ভাঙন ঠেকানোর কাজও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখন দেখার বিষয় নদীর পাড় ভাঙ্গন সমস্যা সমাধানে আরো কি কি পদক্ষেপ নেয় সরকার বাহাদুর সেদিকে নজর এলাবাসীর । 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!