এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > গেরুয়া শিবিরে আবারও ভাঙনের বড়ো ধাক্কা, তীব্র অস্বস্তি বেড়েই চলেছে বিজেপির অন্দরে

গেরুয়া শিবিরে আবারও ভাঙনের বড়ো ধাক্কা, তীব্র অস্বস্তি বেড়েই চলেছে বিজেপির অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের ভাঙন যেন আর আটকাবার নয়। বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির সাংগঠনিক স্তরে ভাঙন শুরু হয়ে গিয়েছে। একাধিক জেলার বিজেপি কর্মী সমর্থকরা যোগ দিয়েছেন তৃণমূলে। এরপর সেই ভাঙনকে আরও ত্বরান্বিত করেছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের তৃণমূলে যোগদান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছবিটা সর্বত্র এক। প্রবল চেষ্টা করেও কোনভাবেই বিজেপি সামাল দিতে পারছেনা ভোট পরবর্তী এই ভাঙন।

সম্প্রতি উত্তরবঙ্গের পর আজকে উত্তর 24 পরগনার বীজপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হালিশহরের বিজেপির মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতা নেত্রী। স্বাভাবিকভাবেই এই দলবদল গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তির মুখে দাঁড় করালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, আজকে হালিশহরের মঙ্গলদীপ ভবনে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌর প্রশাসক রাজু সাহানি। সবার উপস্থিতিতে মোট 42 জন বিজেপি নেতা নেত্রী তৃণমূলে যোগ দিয়েছেন। এবং দলবদল করার পরেই তাঁরা গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন বলে জানা যাচ্ছে। দলবদলকারী বিজেপি নেতা নেত্রীদের অভিযোগ, একুশের নির্বাচনে পুরনো দলীয় কর্মীদের যেভাবে কোণঠাসা করা হয়েছিল তা যথেষ্ট অপমানজনক। পাশাপাশি দলীয় সংগঠন থেকে তাঁদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি। তাই তাঁরা দল ছেড়ে তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে যোগ দিলেন শাসকদলে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বীজপুর অঞ্চল থেকে একদা বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় তৃণমূলে যোগদান করার পর ঐ এলাকার বিজেপি শিবিরে ভাঙন একপ্রকার নিশ্চিত ছিল। অন্যদিকে সূত্রের খবর, গেরুয়া শিবির থেকে কিন্তু প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে দলের ভাঙন রোখার। কিন্তু পরিস্থিতি অনুযায়ী বিজেপি কোনোভাবেই সফল হচ্ছেনা। আপাতত বীজপুর অঞ্চলে গেরুয়া শিবিরের এই ভাঙন যথারীতি বিজেপিকে আরও বড় বিপর্যয়ের মুখে দাঁড় করাতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে বিজেপি বড়সড় অস্বস্তির মুখে। বিজেপি নেতৃত্ব এই পরিস্থিতি সামলাতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!