এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গীতার বাণী উদ্ধৃত করে হঠাৎ দিল্লি যাত্রা রাজ্যপালের, কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা

গীতার বাণী উদ্ধৃত করে হঠাৎ দিল্লি যাত্রা রাজ্যপালের, কারণ নিয়ে তীব্র ধোঁয়াশা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   শনিবার হঠাৎ করে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সকালের বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। কিন্তু কী কারণে দিল্লি যাত্রা করছেন তিনি? সে সম্পর্কে কোন কিছু জানাননি। ইতিপূর্বে কোন সফরের আগে তার কারণ সম্পর্কে জানাতে দেখা গেছে রাজ্যপালকে। কিন্তু এবারের সফর নিয়ে তিনি প্রায় নিশ্চুপ। শনিবার সকালে তিনি টুইট করে গীতার বাণী ও গীতার মাহাত্ম্য তুলে ধরেছেন। কেন তিনি এই টুইট করেছেন? তারও কোনো স্পষ্ট উত্তর নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সকাল দশটা বেজে কুড়ি মিনিটে রাজ্যপাল রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। বিধানসভা নির্বাচনের পর এই নিয়ে দ্বিতীয়বার দিল্লি যাত্রা করছেন রাজ্যপাল। এদিকে একাধিক বিষয় নিয়ে সম্প্রতি রাজ্য ও রাজ্যপাল সংঘাত তীব্র হয়ে উঠেছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। ইতিপূর্বে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ করেছেন রাজ্যপাল। আবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এই পরিস্থিতিতে  তাঁর আবার দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দিল্লি যাত্রার পূর্বে টুইট করে রাজ্যপাল লিখেছেন, ‘‌’‌গীতার বাণী, ‘কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন’, অর্থাত্‍ ‘নিজের কর্তব্য করে যাও, কাজ করে যাও, ফলের আশা করো না।” আবার, অপর একটি টুইট করে রাজ্যপাল লিখেছেন, “আমাদের সময়ে ভাগবত গীতা হল একটি কালোত্তীর্ণ পথপ্রদর্শক। যা ধর্ম ও জাতির ঊর্ধ্বে। এই চিন্তাভাবনা শান্তি এবং সম্প্রীতির জন্ম দেবে। কঠিন সময়ে নিষ্ক্রিয় থাকা কোনও অজুহাত থাকতে পারে না। এটা মানবতা এবং সভ্যতাকে কুরে কুরে খেয়ে ফেলে।” এখানে কোন কর্তব্য ও কোন নিষ্ক্রিয়তাকে ইঙ্গিত করেছেন রাজ্যপাল, তা একেবারেই স্পষ্ট নয়। যা থেকে বাড়ছে নানা জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!