এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > গণতন্ত্রের স্বাদ পেল সন্দেশখালি, স্বাধীনভাবে ভোট দেওয়ায় খুশি রেখা পাত্র!

গণতন্ত্রের স্বাদ পেল সন্দেশখালি, স্বাধীনভাবে ভোট দেওয়ায় খুশি রেখা পাত্র!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এতদিন সন্দেশখালিতে সাধারণ মানুষদের ভোট দিতে দেওয়া হত না। ভোট মানে কি, তারা হয়ত জানতেন না। আগেভাগেই তাদের ভোট করিয়ে দিতেন শাহজাহান বাহিনীরা। কিন্তু এখন সেই সন্দেশখালিতে অত্যাচারী দের পতন হয়েছে। প্রতিবাদী মহিলা হিসেবে রেখা পাত্রকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। আর আজ বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিন একেবারে সাত সকালে গণতন্ত্রের স্বাদ যে বসিরহাটের মানুষ এবং সন্দেশখালির মানুষ পেয়েছে, তা স্পষ্ট করে দিলেন সেই রেখা পাত্র।

প্রসঙ্গত, আজ সাংবাদিকদের তরফে রেখা পাত্রকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এই প্রথম স্বাধীনভাবে ভোট দিতে পারব। নিজের ইচ্ছে মত ভোট দিতে পারব।” অর্থাৎ এতদিন যেখানে যে ভোটই হোক না কেন, সেটা যে তৃণমূলের শাহাজাহান বাহিনীরাই পরিচালনা করতেন এবং মানুষকে ভোট দেওয়া থেকে তারা বিরত রাখতেন, তা স্পষ্ট করে দিলেন এই বিজেপি প্রার্থী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!