এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সামনে কঠিন লড়াই ! বাধা কাটিয়ে জয় নিশ্চিত করতে বাংলায় বড় পদক্ষেপ নাড্ডার !

সামনে কঠিন লড়াই ! বাধা কাটিয়ে জয় নিশ্চিত করতে বাংলায় বড় পদক্ষেপ নাড্ডার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চলতি মাসেই বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর এই সফর ঘিরে  বিজেপির অন্দরমহল মেতে উঠেছে সাজ সাজ রবে । সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চলতি মাসের আগামী ৭ জুন অর্থাত্‍ সোমবার সন্ধ্যায় কলকাতায় আসবেন জেপি নাড্ডা এবং আগামী ৮ জুন জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে  সভা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি । মূলত এই বৈঠকে থকেই  বাংলার বুথ পর্যালোচনা, সংগঠনকে শক্তিশালী করার কৌশল এবং মমতা সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল নির্ধারণ করা হবে বলেই আন্দাজ রাজনৈতিক মহলের।

প্রসঙ্গ উল্লেখ্য যে  এবারে একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যে নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ে নির্বাচনীয় সভা করলেও বাংলায় আশানুরূপ ফল আসেনি পদ্মা শিবিরের । পরবর্তীতে দেখা যায় একুশে নির্বাচনের পর পদ্ম শিবিরে ছেড়ে অনেকেই অন্য শিবিরে যোগ দিয়েছেন। আর এবার সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট যার জন্যই কর্মীদের মনোবল চাঙ্গা করতেই  নিজেদের ঘরকে আগে থেকেই গুছিয়ে নিতেই তৎপর পদ্ম শিবির ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে  আগামী মঙ্গলবার ও বুধবার দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং আগামী ৮ই জুন দলের রাজ্য কার্যনির্বাহী সভায় যোগ দেবেন তিনি। জয়পুরে বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকের পর এটা বঙ্গ বিজেপি ইউনিটের প্রথম কার্যনির্বাহী বৈঠক তাই এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্ব আশা করছেন , সংগঠনকে শক্তিশালী করার জন্য জোর দেবেন বিজেপির জাতীয় সভাপতি, এর পাশাপাশি তিনি বাংলায় বুথের অবস্থা পর্যালোচনাও করবেন। এছাড়াও বাংলায় ভোট কেন্দ্রগুলিতে বিজেপির অবস্থা সম্পর্কে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে একটি রিপোর্টও তলব করবেন বলে মত একাংশের । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!